সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’রো বেশি করে লোন দে’বে বন্ধন ব্যাংক, জানুন সুদের হা’র

ঋণ দেওয়ার ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করেছে বন্ধন ব্যাংক। ২০২১ সালে বন্ধন ব্যাংক মে ঋন দিয়েছে তার মোট অংক ৮৯,২১৩। ২০২০ সালে ঋণের পরিমাণ ছিল ৮০,২২৮ কোটি টাকা কিন্তু সেটি ২০২১ সালে বেড়ে দাঁড়িয়েছে ১১ শতাংশ। যদিও এই ৮৯,২১৩ কোটি টাকাটি হল ঋণ মুকুব করার আগের অংকের পরিমাণ।

ইতিমধ্যে বন্ধন ব্যাংকে কারেন্ট একাউন্টে ৮৪,৫০০ টাকা অ্যাকাউন্ট রয়েছে এবং সেভিংস একাউন্টের ক্ষেত্রে রয়েছে ৩৮,৫২৮ কোটি টাকা। বন্ধন ব্যাংকের মাধ্যমে আপনি অনেক রকমের লোন পেতে পারেন এবং আসুন জেনে নিই কোন কোন লোন বন্ধন ব্যাংকের তরফ থেকে দেওয়া হয়।

ব্যাংকের তরফ থেকে চার রকমের লোন দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই লোলগুলি হলো সুরক্ষা হোম লোন, সাজাভাত হোম লোন, সুবিধা হোম লোন, এবং সুয়াস হোম লোন। এবার আসুন জেনেনি কোন কোন লোনে আপনাকে কত সুদ দিতে হতে পারে। সাজাভাতি হোম লোনের ক্ষেত্রে সুদের হার ৯.২৫ শতাংশ। সুভাষ হোম লোনের ক্ষেত্রে সুদের হার ১১.৫%।

সুরক্ষা হোম লোনের সুদের হার ৬.৪০ শতাংশ। এবং সুবিধা হোম লোন এর ক্ষেত্রে সুদের হার ৮.৭৫ শতাংশ। বন্ধন ব্যাংকের তরফ থেকে ১০ হাজার টাকা লোন দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং এই লোন দেওয়া হয় ৬ মাস থেকে ৩ বছরের জন্য। পার্সোনাল লোন এর ক্ষেত্রে বন্ধন ব্যাংক ৫০,০০০ থেকে 15 লাখ টাকার লোন দেওয়ার ব্যবস্থা করতে পারে।

এই ক্ষেত্রে সুদের হার পড়বে ১০.৫%। কৃষি লোন এ ২৫ হাজার টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত লোন দেওয়ার ব্যবস্থা রয়েছে তবে এই লোন ইতিমধ্যে শুধুমাত্র মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবে দেওয়া হচ্ছে। এই লোনের ক্ষেত্রে সুদের হার ১০.৬ শতাংশ।