সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বড় খবর: বাগডোগরা এয়ারপোর্ট ১৪ দিন ব’ন্ধ থাকবে, জেনে নিন তারিখ

টানা ১৪ দিন বন্ধ রাখা হবে বাগডোগরা বিমান বন্দর। ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল। কিন্তু কেন বন্ধ রাখা হবে এই বিমানবন্দর? আসলে জানা গেছে রানওয়ের কাজের জন্যই বন্ধ রাখা হবে বিমানবন্দর। উত্তরবঙ্গের সবথেকে বড় বিমানবন্দর হল শিলিগুড়ি বাগডোগরা বিমান বন্দর।

এবার সেই বিমান বন্দর যদি বন্ধ রাখা হয় ১৩ দিন, স্বাভাবিক ভাবেই দারুন অসুবিধার মুখে পরবে মানুষ জন। পাশেই দার্জিলিং, আর সেই সূত্রে বাগডোগরা বিমান বন্দরে ভিড় জমায় পর্যটকেরা। একটাই মাধ্যম দার্জিলিং এ আসার। বা নর্থ বেঙ্গলে কম সময়ে পৌঁছানোর।

আর সেই টাই যদি এখন বন্ধ রাখা হয় তাহলে খুবই মুশকিল। বিশেষ করে বিমান বন্দরের ওপরে নির্ভর করে যারা সেখানে ব্যবসা চালায় তারা চিন্তার মুখে। অবশ্য এই নির্দেশিকা জারি করা হয়েছে কয়েকদিনের জন্য, তাই আগামীতে সমস্ত চাপ কমে যাবে? কিন্তু এই কয়েকটা দিন চাপের হবে সবার জন্যই।

আরো পড়ুন: BREAKING: খেলতে খেলতে খু’ন হলেন বিশ্ববিখ্যাত ভারতীয় খেলোয়াড়

নির্দেশিকায় এটাও বলা হয়েছে যে ২৬ এপ্রিল পর্যন্ত যদি কাজ শেষ না হয়, তাহলেও সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে।

আশা করা হচ্ছে খুব শীঘ্রই সময়ের মধ্যে কাজ শেষ করে ফেলা হবে। যাত্রী সুরক্ষা মাথায় রেখেই এই কাজ করা হচ্ছে। হয়তো রানওয়ে বৃদ্ধি বা মেরামতি এমনটাই কিছু হচ্ছে, কাজের ধরন না জানালেও কিছুটা আন্দাজ করা যাচ্ছে।