সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নির্বাচনী আইন সংস্কারের প’থে মোদি সরকার, এবার ভোটার কা’র্ডে’র সা’থে “আধার” যোগ

কেন্দ্রীয় সরকার নির্বাচনী প্রক্রিয়ার কিছু সংশোধন করতে চলেছে। এতে নির্বাচন কমিশন আরও শক্তিশালী হবে, ভোটে জালিয়াতি কমবে। কেন্দ্রীয় সরকার বুধবার এমনটাই জানিয়েছেন। ২০২২ সালে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখে নির্বাতন কমিশনের সুপারিশে ওইসব সংশোধন আনতে চলেছে সরকার। সূত্রের খবর, এবছর অগাস্ট মাসেই কেন্দ্র আধার কর্তৃপক্ষের কাছে আবেদন করে নতুন ভোটদাতাদের নাম নথিভূক্ত করার ক্ষেত্রে আধার নম্বর নেওয়া হোক। কিন্তু তা হয়নি।

আমাদের বিভিন্ন কারণে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সংযোগ করতে হয়েছে। এবার ভোটার আইডির সঙ্গে আধার যোগ করার পরিকল্পান করা হচ্ছে। তবে এটা বাধ্যতামূলক নয়। নির্বাচন কমিশন সূত্রে খবর,পাইলট প্রোজেক্টে বেশ ভালো সাড়া মিলেছে।

এতে ভোটে জালিয়াতির সম্ভাবনা অনেকটাই কমবে।অন্য একটি প্রস্তাব হল, ভোটার তালিকার বছরে ৪ বার নাম তোলার ব্যবস্থা করা হচ্ছে, প্রসঙ্গত, আগামী বছর জানুয়ারি মাস থেকে ১৮ বছরের বেশি বয়সী যারা ভোটের হবেন তারা বছরে মোটা ৪ বার ভোটার তালিকায় নাম লেখাতে পারবেন।