সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Jio গ্রাহকদের জন্য ভা’লো খবর, এখন নিজে থেকেই হয়ে যা’বে মোবাইল রি’চা’র্জ

জিও তাদের গ্রাহকদের কখনোই অবাক করতে পিছপা হয়না, প্রত্যেকবারই নতুন নতুন সুবিধা নিয়ে আসে জিও টেলিকম সংস্থা। এবারও তারা ঠিক একই কাজ করেছে, ফের গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত সুবিধা নিয়ে এসেছে জিও টেলিকম সংস্থা। গতকাল বৃহস্পতিবার জিও সংস্থার তরফ থেকে একটা নতুন ফিচার সম্পর্কে ঘোষণা করা হয়েছে। যারা জিও গ্রাহক সাধারণত সবাই মাই জিও অ্যাপ ব্যবহার করে থাকে, আর সেখানেই একটি নতুন ফিচার যোগ করেছে তারা। মাইজিও ইউপিআই এর অটো পে অপশন। সর্বপ্রথম ভারতে জিও সংস্থাই অটো পে অপশন চালু করল, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাথে যৌথ উদ্যোগে এই ফিচার নিয়ে এসেছে জিও।

এখন সবার মনে প্রশ্ন জাগতেই পারে, এই জিও অটো পে আসলে কি? এটি একটি এমন ফিচার যেটার সাহায্যে গ্রাহকদের আর নিজের থেকে ডাটা প্যাক রিচার্জ করতে হবে না।প্যাক শেষ হবার সাথে সাথেই অটোমেটিক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে ও এস এর মাধ্যমে রিচার্জ করিয়ে দেওয়া হবে, গ্রাহকদের এক্সট্রা ভাবনার দরকার পড়বে না। স্বাভাবিকভাবে গ্রাহকদের ডেটা প্যাক শেষ হয়ে যাওয়ার যে একটা চিন্তা, সেটা আর করতে হবেনা। তবে হ্যাঁ, ইউপিআই অটো পের মাধ্যমে ই ম্যানডেট অপশন চালু রাখা আবশ্যক।

নির্দিষ্ট একটি প্ল্যান বেছে নিলেই, ঠিক সময় অন্তর সেটা নিজের থেকেই রিচার্জ হয়ে যাবে। 5000 টাকা পর্যন্ত রিচার্জ এর কোন ইউপিআই পিন দরকার হবে না। আর সব থেকে বড় কথা গ্রাহকদের একেবারে চিন্তামুক্ত থাকতে সাহায্য করবে।

জিও টেলিকম সংস্থার ডিরেক্টর কিরণ থমাস জানিয়েছেন, এখন থেকে জিও গ্রাহকদের রিচার্জ ডেট মনে রাখার কোনো প্রয়োজন নেই। এমনকি পোস্ট পেড বিলের ক্ষেত্রে নির্দিষ্ট দিন মনে রাখার প্রয়োজন নেই। এই পরিষেবা দ্বারা সহজেই প্রিপেইড এবং পোস্টপেইড রিচার্জ হয়ে যাবে অটোমেটিক।