সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রচুর দা’ম ক’মা’লো বাইক প্রস্তুতকারী সংস্থা Yamaha, জানুন কোন ম’ডে’লে’র দা’ম ক’তো বর্তমানে

এই অগ্নিমূল্যের বাজারে ইয়ামাহা তাদের গ্রাহকদের জন্য দিচ্ছে আকর্ষণীয় অফার। যে কারণে বর্তমান পরিস্থিতিতে যারা বাইক কিনতে চাইছেন, তারা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে কম দামের মধ্যে নিজেদের পছন্দের বাইকের মডেল ঘরে তুলতে পারবেন। গ্রাহকদের সুবিধার্থে সংশ্লিষ্ট সংস্থা দুটি নির্দিষ্ট মডেলের বাইকের দাম কমিয়েছে। এফ জেড ২৫ সিরিজের দুটি বাইকের দাম কমানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।

এই জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি জানিয়েছে, এফ জেড ২৫ এবং এফ জেড এস ২৫ মডেল এর দুটি বাইকের দাম আগের তুলনায় অনেকাংশে কমানো হয়েছে। প্রসঙ্গত আগে এই সিরিজের বাইকের মডেলের এক্স শোরুম দাম ছিল দেড় লাখ টাকার উপরে। ইনপুক কস্ট বাড়ানোর দরুন সংস্থাকে প্রোডাকশন কস্ট বাড়াতে হয়েছিল। তবে সংস্থার নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে এই দুটি মডেলের বাইক কিনতে হলে অনেক কম টাকা খরচ করতে হবে গ্রাহককে।

এফ জেড ২৫ বাইকের দাম রাখা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮০০ টাকা এবং এফ জেড এস ২৫ মডেল এর নতুন দাম হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা। তবে গ্রাহককে মনে রাখতে হবে যে এই দুই নির্ধারিত দাম আসলে বাইকের এক্স শোরুম দাম। এখন ভারতের প্রতিটি শহরে বাইকের দাম একটু এদিক ওদিক হতেই পারে।

প্রসঙ্গত উল্লেখ্য আগে এফ জেড ২৫ বাইকের দাম ছিল ১,৫৮,৬০০ টাকা এবং এফ জেড এস ২৫ মডেল এর দাম ছিল ১,৫৩,৬০০ টাকা। অতএব, এক ধাক্কায় আগের তুলনায় অনেক খানি দাম কমে গিয়েছে ওই দুই মডেলের বাইকের। যারা নতুন বাইক কিনতে ইচ্ছুক, তারা এই সুযোগ হাতছাড়া করবেন না যেন!