সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হকি প্লেয়ারদের স’ম্মা’নি’ত করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, দি’লে’ন পু’র’স্কা’র

টোকিও অলিম্পিকে দুর্ধর্ষ প্রদর্শনের মাধ্যমে ভারতীয় হকিকে অনেক উচ্চ স্থানে পৌঁছে দিল ভারতীয় মহিলা ও পুরুষ দল। হকি দলের এই দুর্দান্ত উত্থানের পিছনে রয়ে গিয়েছেন যে মানুষটি তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ৪১ বছর বাদে ভারতীয় পুরুষ দল ব্রোঞ্জ পদক জয় করেছে। সেমিফাইনাল জিততে না পারলেও ব্রোঞ্জ পদক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে ভারতীয় দল। অপরদিকে গ্রেট ব্রিটেনের সামনে চূড়ান্ত লড়াই করলেও পরাজয় স্বীকার করে নিতে হয়েছে রাণীদের। চতুর্থ স্থানে শেষ করেছেন তারা।

২০১৮ সালে ভারতীয় মহিলা এবং পুরুষ হকি দলের স্পন্সরশিপ ছেড়ে দেয় সাহারা। সকলেই তখন ক্রিকেট এবং অন্যান্য খেলা নিয়ে ব্যস্ত। ঠিক এই সময়ই প্রাক্তন হকি খেলোয়াড় নবীন পট্টনায়ক এই তরুণ তরুণীদের পাশে দাঁড়ান, বাজি ধরেন তাদের উপর। তিনি প্রতিবছর দুটি দলের ওপর কমপক্ষে দেড়শ কোটি টাকা খরচা করেছিলেন বলে সূত্রের খবর। তার এই পাশে দাঁড়ানোর যথাযোগ্য মান রেখেছেন খেলোয়াড়রাও।

টোকিওতে তাদের অসামান্য প্রদর্শনে গর্বে ভরে উঠেছে ভারতবাসীর বুক। এখন এই কৃতী খেলোয়াড়দের পুরস্কৃত করছেন সকলেই। এবারেও এগিয়ে এসে নবীন পুরস্কৃত করলেন ভারতীয় পুরুষ দলের ওড়িয়া সদস্য অমিত রুহিদাস এবং বীরেন্দ্র লাকড়াকে। এদিন তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় আড়াই কোটি টাকা এবং অফার করা হয় ডিসিপির চাকরি। অন্যদিকে মহিলা দলের দুই সদস্য দীপ গ্রেস ইকা এবং নমিতা টপ্পোকেও পুরস্কৃত করলেন নবীন। ৫০ লক্ষ টাকা করে অর্থ পুরস্কার তুলে দেওয়া হলো তাদের হাতে।

উল্লেখ্য, নবীন পট্টনায়ক একসময় হকির গোলকিপার ছিলেন। অলিম্পিকে দুই দলের খেলাতেই যথেষ্ট মনোনিবেশ করেছিলেন তিনি। এমনকি ভারতীয় পুরুষ দলের ব্রোঞ্জ জয়ের পর উঠে দাঁড়িয়ে হাততালিও বাজান। পরবর্তী ক্ষেত্রে, তার এই সহায়তার কথা উল্লেখ করেছেন দুই দলের অধিনায়কও।