সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব’ড়ো কিছু ঘো’ষ’ণা করতে পারে RBI! কি প্র’ভা’ব পড়বে আপনার উ’প’রে?

দেশের মুদ্রাস্ফীতির ওপরে লাগাম টানতেই রিজার্ভ ব্যাঙ্কের ফের বৈঠক, আজ সেই বৈঠক হওয়ার কথা আছে। আর সেখানেই নাকি রেপো রেট ফের বৃদ্ধি করার চিন্তা ভাবনা করছে তারা এমনটাই সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে। তবে রেপো রেট ফের বৃদ্ধি করলে দেশের মানুষের ওপরে একটা প্রভাব যে পরবে সেটা কিন্তু স্পষ্ট।

বিশেষ করে রেপো রেট বৃদ্ধি হলে আরও ব্যায়বহুল হয়ে যাবে ঋণের ই এম আই। এমনটা আজই ঘোষণা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশী। এখন প্রশ্ন হতে পারে কত রেট বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক? এম পিসির বৈঠক গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হলেও আজ ৩০ সেপ্টেম্বর হয়ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।

আর বি আই এর গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট ০.৫০% বৃদ্ধি করবে বলে জানা গেছে, সাথে দেশের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে আরও কিছু সিদ্ধান্ত নেবেন বলেও জানা গেছে। তবে এটা ঠিক ব্যাঙ্ক গুলোর ক্ষেত্রে আর বি আই এর থেকে ঋণ নেওয়া আরও বেশী কঠিন হয়ে উঠবে। যার কারণে সাধারণ মানুষদের ওপর এই প্রভাব পরবে সেটা স্পষ্ট।

আরো পড়ুন: সলমন-অক্ষয়কে নিয়ে বি’স্ফো’র’ক ম’ন্ত’ব্য আয়েশা ঝুলকার, কেন এমন বললেন অভিনেত্রী?

যদি আজকে রেপো রেট বৃদ্ধি করে রিজার্ভ ব্যাঙ্ক, তাহলে চলতি বছরে ৩ বার রেপো রেট বৃদ্ধির রেকর্ড গড়বে ভারত। গত অগাষ্ট মাসেই রেপো রেট বৃদ্ধি করেছিল আর বি আই। মে মাসে একবার।

অগাস্টে একবার ও ফের সেপ্টেম্বরে। এখন রেপো রেট ৫.৪০%, এবার ফের বৃদ্ধি করলে সেটা দাঁড়াবে ৫.৯০%, ১৪০ বেসিস পয়েন্টে রেপো রেট বৃদ্ধি হয়েছে এবছর, স্বাভাবিকভাবেই যার প্রভাব পরবে ব্যাঙ্কগুলোতে।