সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গোটা শহর জুড়ে ল’ক’ডা’উ’ন, বন্দুকের গু’লি হা’রি’য়ে যেতেই এমন সি’দ্ধা’ন্ত কিম জং উনের

উত্তর কোরিয়া উত্তর-পূর্ব এশিয়ার একটি ছোট রাষ্ট্র। এটি কোরীয় উপদ্বীপের উত্তর অর্ধাংশ নিয়ে গঠিত।এই দেশের প্রধান কিম জং উন বেশিরভাগ সময়েই লাইমলাইটে থাকেন। তিনি কিম জং ইলের চতুর্থ সন্তান এবং কিম ইল-সাংয়ের নাতি। উত্তর কোরিয়ায় তিনি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

মাঝেমধ্যেই এই দেশের অদ্ভুত সব খবর পাওয়া যায়। সম্প্রতি ৬৫৩টি গুলি হাওয়া হয়ে যায় এই দেশের হায়েসান শহরের সেনাবাহিনীর থেকে। আর এর জেরে কিম জং উন যা করলেন, তা শুনলে তো আপনাকে অবাক হতেই হবে।

সম্পূর্ণ শহরে লকডাউন জারি করা হয়। সূত্রে খবরও,হায়েসান শহরে সেনা জারি করা হয়েছিল। তবে,গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে ওই সেনাদের সরিয়ে নেওয়া হয়। সেই সময় থেকেই গুলি খুঁজে পাওয়া যাচ্ছে না।

আরো খবর: ১ এপ্রিল থে’কে UPI-তে Wallet ও Card দি’য়ে লেনদেন করলে লাগবে চা’র্জ

৬৫৩টি বুলেট কম রয়েছে সেনাদের কাছে। প্রথমে সেনারা নিজেরা গুলি খুঁজলেও কোনো লাভ হয়নি। এই খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারলে গোটা শহরে লকডাউন জারি করা হয়। ইতিমধ্যেই শহর জুড়ে চিরুনি তল্লাশি চালু হয়েছে।

প্রসঙ্গত,উত্তর কোরিয়ার উত্তরে গণচীন, উত্তর-পূর্বে রাশিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমে পীত সাগর অবস্থিত। দেশটির আয়তন ১,২০,৫৩৮ বর্গকিলোমিটার। দেশটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠা লাভ করে।