সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

LIC IPO: শেয়ারের দা’ম কতো? কারা পাবেন বিশেষ ছা’ড় জেনে নিন

জীবন বিমা নিগমের ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) শুরু হচ্ছে আগামী ৪ মে। প্রতিটি শেয়ারের দাম ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকার স্তরে ধার্য করা হয়েছে। প্রাথমিকভাবে বাজারে এলআইসির পাঁচ শতাংশ শেয়ার ছেড়ে ৭৫,০০০ কোটি টাকার বেশি তুলতে চেয়েছিল কেন্দ্র।

তবে এখন বিমা সংস্থার ৩.৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে। সেই পরিমাণ শেয়ার বিক্রি করে বাজার থেকে ২১,০০০ কোটি টাকা থেকে ৩০,০০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, সম্ভবত ৪ মে বাজারে আসতে চলেছে এলআইসির আইপিও।

‘অ্যাঙ্কর ইনভেস্টরররা’ অবশ্য ২ মে থেকেই শেয়ার কেনার সুযোগ পেতে পারেন। আগামী ৯ মে পর্যন্ত শেয়ার কেনার সুযোগ মিলতে পারে।

আরো পড়ুন: বড়ো খবর, NATO-র উপর ক্ষু’দ্ধ হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের হু’ম’কি দি’য়ে দিলো রাশিয়া

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বাজারে মোট ২২.১৩ কোটি শেয়ার ছাড়া হবে। পলিসিহোল্ডারদের জন্য ১০ শতাংশ শেয়ার (২.২১ কোটি শেয়ার) এবং এলআইসির কর্মচারীদের জন্য ১৫ লাখ শেয়ার সংরক্ষিত রাখা হচ্ছে। এলআইসির পলিসিহোল্ডাররা শেয়ারপিছু ৬০ টাকা এবং খুচরো বিনিয়োগকারী ও কর্মীরা ৪০ টাকা ছাড় পাবেন।