সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“বৈঠকে ছিলাম, মুখ্যমন্ত্রীর নি’র্দে’শে বে’রি’য়ে আ’সি” শোকজের জ’বা’ব দিলেন আলাপন

কেন্দ্রের নির্দেশ অনুসারে তিন দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বর্তমান মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন কলাইকুন্ডাতে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে তার অনুপস্থিতির কারণ। আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন তার জবাবে জানিয়েছেন, তিনি ঐদিন বৈঠকে উপস্থিত ছিলেন। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন।

নিজের এই জবাবের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যেহেতু এই রাজ্যের সর্বময় কর্তা এবং এ রাজ্যের দায়িত্ব পালনের ক্ষেত্রে তার কথা মেনে চলতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের পেশাগত বাধ্যবাধকতা থেকেই যায়, সেহেতু মুখ্যমন্ত্রীর আদেশ অমান্য করার সাহস দেখাননি তিনি। প্রসঙ্গত আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও এই মর্মে কেন্দ্রের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে নিজের জবাব পাঠালেন। ঠিক ঐ একই সময়ে রাজ্যের বর্তমান মুখ্য সচিবও চিঠি পাঠিয়েছেন কেন্দ্রে। একই দিনে কার্যত রাজ্যের তরফ থেকে জোড়া চিঠি পেল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ব্যাপক টানাপোড়েন চলছে।

গত সপ্তাহে ঘূর্ণিঝড় নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী। তার উপর আবার দিল্লিতেও আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়। তবে রাজ্য ছেড়ে যেতে নারাজ আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায় চাকরি থেকে অবসর গ্রহণ করে নিয়ে বিতর্ক আরও বাড়িয়েছেন। প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকা নিয়ে তার বিরুদ্ধে কেন্দ্রের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভের পরিপ্রেক্ষিতে মুখ্যসচিব হিসেবে রাজ্যের প্রতি তার কী কী দায়িত্ব ছিল এবং তা তিনি কীসের ভিত্তিতে পালন করেছেন কেন্দ্রের কাছে পাঠানো চিঠিতে তা স্পষ্ট করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।