সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গোয়াতে কেন এ’ত বেকার? এখানেও চা’লা’নো হবে দুয়ারে সরকার: মমতা ব্যানার্জি

বাংলার পর তৃণমূলের নজর এবার গোয়ার দিকে। সেই উদ্দেশ্যে এবার গোয়ার সমুদ্র সৈকতে পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বাংলা থেকে উড়ে গিয়েছেন গোয়াতে। সেখানে গিয়ে সফরের দ্বিতীয় দিনেই কার্যত বড় চমক দিয়ে টেনিস তারকা লিয়েন্ডার পেজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলে টেনে নিলেন।

এদিন গোয়াতে পৌঁছে গোয়ার বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে বাংলার উন্নয়নের গল্প শোনান তিনি। বলেন পশ্চিমবঙ্গে এখন সমস্ত সুযোগ সুবিধা মিলছে বিনামূল্যে। তিনি আরো বলেছেন, গোয়া ভারতের অন্যতম পর্যটন স্থল হওয়া সত্ত্বেও এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থাই নেই। গোয়ার বুদ্ধিজীবীদের মাঝে তিনি বাংলা সমস্ত প্রকল্পের কথা তুলে ধরেছেন।

এদিন গোয়াতে মুখ্যমন্ত্রী বিজেপিকে তুলোধোনা করেছেন। তিনি বলেন বিজেপি শুধু ভোট ছাড়া কিছু বোঝে না। বাংলায় এখন কিডনি থেকে হার্ট ট্রানস্প্লান্ট সবকিছুই বিনামূল্যে হচ্ছে। স্কুল-কলেজের সুবিধাও ফ্রিতে পাওয়া যাচ্ছে। পড়ুয়াদের জন্য বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। বাংলাতে কোনো বিভাজনের রাজনীতি হয় না। মুখ্যমন্ত্রী এও বলেছেন, কেউ মারা গেলে 2000 টাকার সাহায্য করা হয় তাদের। বিয়েতেও সাহায্য করা হয়।

মুখ্যমন্ত্রী বলেন, পড়ুয়াদের স্মার্ট ফোন দিয়েছে বাংলা। রাজ্যের সমস্ত মহিলাদের জন্য চালু করা হয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্প। বাংলাতে এই মুহূর্তে 42 টি বিশ্ববিদ্যালয় রয়েছে। 50000 ফুটবল বিতরণ করা হয়েছে বিভিন্ন ক্লাবকে। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন বাংলা যা পারে তা গোয়া কেন পারে না? এখানে এত বেকার কেন? তিনি বলেন, এবার তিনি গোয়ার যুব সম্প্রদায়কে সাহায্য করতে চান।