সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গুনগুনকে মে’রে দর্শকদের রো’ষে’র মু’খে লিনা গাঙ্গুলি, শে’ষ হচ্ছে আপনার প্রিয় খড়কুটো

ষ্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন গুনগুন ওরফে তৃণা সাহা এবং সৌজন্য ওরফে কৌশিক রায়। প্রথম থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা আর পাঁচটা সিরিয়ালের থেকে অনেকটাই বেশি ছিল। গুনগুন-সৌজন্য দুজনের খুনসুটি, মান-অভিমান শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছিল।

এই ধারাবাহিকের গল্পটিতে ছিল হাসি খুশি এক মধ্যবিত্ত পরিবারের কাহিনী। সিরিয়ালের মুখ্য দুই চরিত্র ঠিক যেন দুই মেরুর মানুষ। একদিকে গুনগুন যেমন অগোছালো এবং ডানপিটে স্বভাবের। অন্যদিকে তার স্বামী সৌজন্য বেশ গোমড়ামুখো। প্রথম দিকে দুজনেই ছিল দুজনের চোখের বিষ। তবে আজ তারা একেবারে একাত্মা হয়ে গিয়েছে। ধারাবাহিকের সৌগুণের জুটিতে দর্শকরা রীতিমতো মজে উঠেছিলেন। তবে সেই মজে থাকার দিন বুঝি এবার শেষ হতে চলল। জানা যাচ্ছে আগস্ট মাসেই নাকি শেষ হবে যাবে ‘খড়কুটো’।

স্টার জলসার পর্দায় ‘শ্রীময়ী’ ধারাবাহিকের পর আবার এক জনপ্রিয় সিরিয়ালের সমাপ্তি। ‘শ্রীময়ী’ ধারাবাহিকের শেষে রোহিত সেনের মতো এখানেও গুনগুনের একই পরিণতি হতে চলেছে। এ প্রসঙ্গে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে দর্শকরা হাজার অনুরোধ করেছিল, তবুও গুনগুনের চরম পরিণতি দেখতে হবে ভেবে ভক্তদের দারুণ মন খারাপ হয়ে গেছে ধারাবাহিকের শেষে। ধারাবাহিকের শেষে গুনগুনের এমন চরম পরিণতি দেখতে হবে তা কখনও ভাবতেই পারেন নি ভক্তরা।

আরো পড়ুন: দু’র্দা’ন্ত জলখাবার! ফু’ট’ন্ত জলে মুড়ি মি’শি’য়ে বানান ন’য়া রেসিপি, শিখে নিন

লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে তৈরী হয়েছিল এই সিরিয়াল। ২০২০ সালের ১৭ই অগাস্ট শুরু হয়েছিল সিরিয়ালটি। প্রথম দিকে টিআরপি তুঙ্গে থাকলেও ধীরে ধীরে টিআরপির তালিকা থেকে নিজের জায়গা হারাচ্ছে এই ধারাবাহিক। যদিও টিআরপি বাড়ানোর জন্য পরিচালক রোজই দর্শকদের নতুন নতুন চমক উপহার দিয়েছেন।

তাছাড়া নতুন সিরিয়াল শুরু হওয়ায় মাঝে এই ধারাবাহিকের টাইম স্লটও পরিবর্তন হয়েছিল। সন্ধে ৭.৩০টার বদলে প্রথমে দুপুর ২.৩০টে এবং এখন দুপুর ২.০০ টো থেকে সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। তাই আর হাতে মাত্র কিছুদিন বাকি, তারপরেই মুখার্জি পরিবারের হাসিখুশি বৌমা গুনগুনের মৃত্যুর মধ্য দিয়ে ধারাবাহিক বন্ধ হবে বলে খবর।

টিআরপি তালিকাতে এই ধারাবাহিকের রেটিং কমে গেলেও সৌগুনকে আজও ভালোবাসেন তাদের ভক্তরা। বুধবার সম্প্রচারিত হবে গুনগুনের মৃত্যুর পর্ব। তাই চলতি সপ্তাহেই শেষ হচ্ছে ‘খড়কুটো’। গল্পে দেখানো হয়েছিল, গুনগুনের ব্রেন টিউমার হয়েছিল, আর তাতে অপারেশন করালেও বাঁচার সম্ভাবনা ছিল ৫০-৫০। আসলে বাস্তবেও ব্রেন টিউমার অপারেশনের পর কারও বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। ধারাবাহিকের গল্পকে বাস্তবিক করে তুলতে গুনগুনের মৃত্যু তাই দেখাতেই হতো।

তবে এমন হাসিখুশি ধারাবাহিকের গল্পের শেষে ট্রাজেডি থাকুক তা চাননি দর্শকরা। তাই গুনগুনের মৃত্যুতে মন ভেঙেছে অনেক ভক্তের। অন্যদিকে একরাশ মন খারাপ নিয়ে ধারাবাহিকের নায়িকা তৃণা সাহা বলেন, “সব কিছুরই একটা শেষ থাকে। সেটাই মেনে নিতে হয়। গুনগুন হয়ে যা ভালোবাসা পেয়েছি তা আমার সারাজীবন মনে থাকবে, কখনও ভুলতে পারব না। এই ধারাবাহিক আমাকে অনেক কিছু দিয়েছে।”