সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লেজেন্ডদের লীগে অধিনায়ক সৌরভ, পা’রি’শ্র’মি’কে’র অ’ঙ্ক শুনলে মাথায় হা’ত পড়বে আপনার

সম্প্রতি ১৫ ই আগস্ট ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্ণ হয়েছে,তাঁর পর ঘোষণা করা হয়েছে একটি বিশেষ ম্যাচের। ম্যাচটি হবে বাংলাতেই অর্থাৎ কলকাতার ইডেন গার্ডেনে। ক্রিকেট জগতের সমস্ত লেজেন্ডরা সেই মাঠে। থাকছেন স্বয়ং মহারাজ সৌরভ গাঙ্গুলী।

খবর সূত্রে জানা গেছে তিনি এই খেলাটির নেতৃত্বে থাকবেন। কিন্তু জানেন নেতৃত্ব দেওয়ার জন্য তিনি কত টাকা পারিশ্রমিক হিসেবে নেবেন? জানলে পরে আপনার মাথায় হাত উঠবে।

গোটা বিশ্বের মধ্যে সবথেকে ধনী ক্রিকেট বোর্ড হলো ভারতের বিসিসিআই। এবং সেই বোর্ডের সভাপতির স্বয়ং সৌরভ গাঙ্গুলী বহু আগেই তিনি ক্রিকেট জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়ে থাকলেও এই পেশাটা সঙ্গে কিন্তু তিনি এখনও যুক্ত রয়েছেন।

আরো পড়ুন: সোনম কাপুরের কো’লে এলো খু’দে অতিথি, জ’ন্ম দিলেন পুত্র সন্তানের

স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি জন্য এবার ক্রিকেট জগতের লেজেন্ডরা খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করবেন। এই ম্যাচটি হতে চলেছে আগামী মাসের ১৬ তারিখে। খেলাটি হবে কলকাতার ইডেন গার্ডেনে তবে জানা গেছে এই ম্যাচে নেতৃত্ব দেওয়ার জন্য মহারাজ কোন টাকা নেবেন না।

এই ম্যাচে নামবেন ইয়ন মরগ্যানের নেতৃত্বে বিশ্বের সমস্ত খেলোয়াড়রা। ভারতীয় দলের তারকা হিসেবে থাকছেন বীরেন্দ্র শেওয়াগ, ইউসুফ পাঠান, মহাম্মদ ইরফান, পাঠান এস বদ্রিনাথ, পার্থিব প্যাটেল, হরভজন সিং,অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, যোগিন্দর শর্মা,আরপি সিং, এস শ্রীসন্ত, প্রমূখ খেলোয়াড়রা যারা ইন্ডিয়া মহারাজা স্কোয়াডের হয়ে খেলবে।

অন্যদিকে ওয়ার্ল্ড জায়ান্টস স্কোয়াডে থাকছেন ইয়ন মরগান, শেন ওয়াটসন, জ্যাক কালিস, লেন্ডল সিমন্স, মিচেল জনসন, কেভিন ও ব্রায়েন, দিনেশ রামদিন প্রমূখ।