সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি অবস্থা! ব’কে’য়া না মেটা’নো’র জন্য পাকিস্তানি বিমানকে সীমানায় ঢু’ক’তে দিলো না রাশিয়া

বকেয়া মেটায় নি পাকিস্তান, যার কারণেই রাশিয়ার আকাশ বন্ধ হয়ে গেল পাকিস্তানের জন্য। পাকিস্তান এয়ারলাইনসএর কোনও বিমান এখন রাশিয়ার আকাশে প্রবেশ করতে পারবে না।

এমনটাই নির্দেশ গত ১৭ জুনের ঘটনা, সেখানেই পাকিস্তান এয়ারলাইন্স ইসলামাবাদ থেকে যাচ্ছিল টরোন্টো, আর সেই কারণেই রাশিয়ার আকাশ পথ বেছে নিতে হয়েছিল কিন্তু বকেয়া টাকা না মেটানোয় রাশিয়া তাঁদের আকাশ ব্যবহার করার কোনও ছাড়পত্র দেয় নি তারা।

শেষ পর্যন্ত বাধ্য হয়েই অনেকটা ঘুরে ইউরোপের আকাশ পথ ব্যবহার করে টরোন্টোয় পৌছায় বিমান। এক কথায় বলতে গেলে পাকিস্তানের খুবই খারাপ অবস্থার সম্মুখীন হতে হবে আগামী দিনে, এমনটাই জানিয়েছে বিভিন্ন বিশেষজ্ঞরা।

আরো পড়ুন: পুতিনের পরমাণু স্যুটকেস বহনকারী গুপ্তচর গু’লি’বি’দ্ধ নিজের ফ্ল্যাটেই!

দেনার দায়ে ডুবে রয়েছে পাকিস্তান, দেশের জিডিপি রেটের খুবই খারাপ হাল। একের পর এক জিনিসের দাম বেড়েই চলেছে, দেশের মূল্যবৃদ্ধি কোনোভাবেই আটকানো সম্ভব হচ্ছে না, নতুন সরকার দেশে এসেও কিছু করতে সক্ষম হচ্ছে না।

পাকিস্তান যেন শ্রীলঙ্কার মতোই হয়ে চলেছে, রাত ৯ টার পর অন্ধকার হয়ে যাচ্ছে দেশের রাজধানী ইসলামাবাদ। কিছুদিনের মধ্যেই দেউলিয়া ঘোষণা করা হবে পাকিস্তানকে এমনটাই মনে করা হচ্ছে। এর মধ্যেই একের পর এক অপমান সহ্য করতে হছে পাকিস্তানকে।

তবে অবশ্য পাকিস্তান এয়ারলাইন্সের তরফ থেকে বলা হচ্ছে অন্য কথা, তারা বলছে আন্ত্ররজাতিক প্রতিবন্ধকতার জন্য রাশিয়ার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে, বিশেষ করে রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে গেছে। তাই তারা বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন করতে চাইছে। তবে বিশেষজ্ঞদের মতে রাশিয়ার এই সিদ্ধান্তে কিছুটা হলেও খুশি হবে ভারত।