সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অশনির লে’জ ধ’রে এবার আসছে করিম, কোন দিকে ধা’বি’ত হ’বে এই ঘূর্ণিঝড়?

সবে মাত্র সোজা হয়ে বসতেই পারল না, দুয়ারে এসে দাঁড়িয়ে রয়েছে তারই ভাই করিম। একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বললেও ভুল বলা হবে না।

অশনি তাঁর সংকেত দিয়েছিল ঠিকই কিন্তু ল্যান্ডফলের সম্ভাবনা না থাকায় একেবারে জোড় বাচা বেঁচে গেছে। কিন্তু এই খবরে আপনার মুখে হাসি ফুটলেও, আরেকটি খবরে আপনার হাসি ম্লান হতে বাধ্য।

কারণ এবার যে অশনির ভাই করিম চোখা রাঙাচ্ছে আপনাদের ওপরে। আআগে হ্যা, ইতিমধ্যেই জানা গেছে পরবর্তী ঘূর্ণিঝর সম্পর্কে। দক্ষিণ ভারত মহাসাগরে আরেক ঘূর্ণিঝড় তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে যার নাম রাখা হয়েছে করিম।

আরো পড়ুন: পুতিনকে ধো’কা! টাকা বাঁ’চা’তে সেনার গাড়িতে চীনের কমদামি টায়ার লাগানোই কা’ল হ’লো রাশিয়ার

মৌসম ভবনের তরফ থেকে আসন্ন ঘূর্ণিঝড় নিয়ে স্পষ্ট এখনও কিছু জানানো হয় নি। তবে এই করিম ঘূর্ণিঝড়কে হ্যারিকেন ২ ক্যাটাগরিতে ফেলা হয়েছে, যার ঘন্টায় গতিবেগ থাকবে ১১২ কিমি।

এই ঘূর্ণিঝড়ের কারণে যে ভয়ঙ্কর একটা প্রভাব পরবে বিভিন্ন রাজ্যে সেটা আন্দাজ করা যাচ্ছে। এবার করিম ছেড়ে যদি অশনির দিকে দৃষ্টি আকর্ষণ করা যায় তাহলে দেখা যাবে পশিম মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।

যার ঘন্টার গতিবেগ ১০ কিমি। এদিকে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে অশনির দূরত্ব ওখন ২৬০ কিমি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, অশনি তাঁর শক্তি ক্ষয় করবে সমুদ্রের ওপরেই। অন্ধ্র ও ওড়িশার দিকে মুখ ফিরিয়েছে অশনি।

আরো পড়ুন: কতো আ’য় করেন সৌরভ গাঙ্গুলি? ফাঁ’স হ’লো দাদার মোট সম্পত্তির পরিমাণ

আমরা সবাই জানি এইবার অশনির নাম করণ করেছে শ্রীলঙ্কা। সিঙ্ঘল ভাষায় যার অর্থ ক্রোধ। ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্ট্মেন্টের তরফ থেকে বলা হয়েছে, অশনির অবস্থান গতিপ্রকৃতি নিয়ে।

তবে আজ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা গুলোতে দারুণ প্রভাব পরতে চলেছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদীয়া, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা।

মতসজীবীদের ইতিমধ্যেই সমুদ্র থেকে ফিরে আসার কথা বলা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই ওড়িশায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। ৪০-৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া যেটা আরও বেশী আতঙ্ক সৃষ্টি করছে মানুষের মনে।