সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আতিকের দখল করা জমিতেই গ’ড়ে উ’ঠ’বে আবাস যোজনার বাড়ি, বড়ো সি’দ্ধা’ন্ত যোগী সরকারের

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার তথা সমাজবাদী পার্টির নেতা আতিক আহমেদের বাড়ির জায়গা দখল করে সেখানে গড়ে উঠেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। আতিক এবং তার সহযোগী দখল করে রেখেছিলেন প্রয়াগরাজের প্রায় ১৭৩১ স্কোয়ার মিটার জায়গা!

আর সেখানেই নাকি রমরমিয়ে চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির কাজ। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই কাজ করছে স্বয়ংযোগী সরকার। ওই এলাকায় দুটি ব্লকের জন্য আবাসন তৈরি করা হচ্ছে আগামী বছর এই কাজ শেষ হয়ে যাবে বলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে প্রয়াগরাজ উন্নয়ন পর্ষদের সচিব অজিত কুমার সিং জানিয়েছেন এই আবাসনে মোট ৭৬ টি পরিবারের জন্য বাড়ি তৈরি করা হবে।। যেসব পরিবারের মাথা গোজার ঠাঁই নেই যারা অত্যন্ত দারিদ্র্যসীমার নিচে অবস্থান করে তাদের জন্য দেওয়া হবে এই পুনর্বাসন।

আরো খবর: ট্যা’ক্স তো দিচ্ছেন কিন্তু ট্যাক্সের ক্রেডিট স্টেটমেন্ট কি করে ডাউনলোড করবেন?

এক ব্লকে থাকবে ৩৬টি বাড়ি অন্য ব্লকে থাকবে চল্লিশটি। এখনো পর্যন্ত প্রায় সাত হাজার আবেদন পত্র জমা পড়েছে বলে জানানো হয়েছে। খুব শীঘ্রই একটি লটারি ব্যবস্থা করা হবে আর সেই লটারির মাধ্যমে যোগ্যদের নাম তালিকাভুক্ত করা হবে।

প্রসঙ্গত আতিক আহমেদ প্রয়াগরাজের বিধায়ক থাকার সময় এই জমি অবৈধ উপায়ে তিনি গ্রহণ করেছিলেন। রাজু পাল এবং উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত এই গ্যাংস্টার ১৫ ই এপ্রিল বন্দুকবাজের হামলায় মারা যান। তারপর থেকেই তাকে নিয়ে এবং তার নানান অজানা গল্প নিয়ে চলছে চাপানউতোর।