সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখনো কি বা’জ’ছে কো’ভি’ড কলার টিউন? সহজ উ’পা’য়ে এ’ভা’বে করুন বন্ধ

করোনা সচেতনতা বার্তা এখনও প্রায় অনেকের ফোনেই শোনা যাচ্ছে। যদিও একই বিষয়ে বারবার শুনে অনেকেই বিরক্ত। পরিবর্তে অন্য কোনও কলার টিউন ব্যবহার করছেন তাঁরা। কিন্তু, সেক্ষেত্রেও অতিরিক্ত টাকা খরচ করে কলার টিউন সেট করতে হয়।

বেশ কিছু মোবাইল সার্ভিস প্রদানকারী সংস্থা যদিও ফ্রি-তে কলার টিউন সেট করার অপশন দিয়ে থাকে কিন্তু কালেকশন থাকে অনেক কম। ফলে নিজের মনের মতো কোনও গান বা অন্য কিছু সেট করতে হলে খরচ করতে হয় অতিরিক্ত টাকা।

কোনও কলারটিউন সেট করা হলে কোভিড সচেতন বার্তার যে কলার টিউন রয়েছে তা নিজে থেকেই ডি-অ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু এই পদ্ধতি ছাড়াও কোনও ব্যবহারকারী নিজে থেকেই কোভিড সচেতন বার্তার কলারটিউন ডি-অ্যাক্টিভেট করতে পারবেন।

আরো পড়ুন: কেন্দ্র প্রেগনেন্ট মহিলাদের ৫ হাজার টা’কা আর্থিক সা’হা’য্য দি’চ্ছে, আবেদন করুন এভাবে

Airtel, Vi এবং Jio প্রতিটি সংস্থাই এই উপায় নিয়ে এসেছে। যার মাধ্যমে কোভিড সচেতনতার কলারটিউন আপনি সহজেই ডিঅ্যাক্টিভেট করা সম্ভব। জেনে নিন সেই উপায়গুলি।

Airtel- যদি আপনি Airtel ব্যবহারকারী হন তাহলে প্রথমে নিজের ফোন থেকে ডায়াল করুন *646*224#। এরপর একটি মেনু ওপেন হবে। এবং সেখানে 1 এবং তারপর * প্রেস করুন।

Vi- Vi ব্যবহারকারীদের CANCT লিখতে হবে টেক্সট মেসেজ বক্সে। এবং তা পাঠিয়ে দিন 144 নম্বরে।

Jio- Jio-তে এই কলার টিউন বন্ধ করার পদ্ধতি খুবই সহজ। প্রথমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন STOP এবং তা পাঠিয়ে দিন 155223- নম্বরে।

আরো পড়ুন: সোমবার থেকে বাংলার ব’হু এ’লা’কা’য় অনেকক্ষণ ব’ন্ধ থা’ক’বে ইন্টারনেট

BSNL- BSNL ব্যবহারকারীদের ক্ষেত্রে UNSUB লিখে মেসেজ করতে হবে 66700 অথবা 56799 নম্বরে। তবে, এই সচেতনতামূলক কোভিড কলার টিউন বন্ধ করে দিয়েছে প্রতিটি টেলি সার্ভিস সংস্থা। তবে এখনও কিছু মোবাইলে ফোন করলে তা শুনতে পাওয়া যায়। যে কোনও ব্যবহারকারী ওই পদ্ধতি ব্যবহার করে ডি অ্যাকটিভেট করতে পারেন অথবা কাস্টমার কেয়ারে কল করেও সমস্যার সমাধান করতে পারবেন।