সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন্দ্র প্রেগনেন্ট মহিলাদের ৫ হাজার টা’কা আর্থিক সা’হা’য্য দি’চ্ছে, আবেদন করুন এভাবে

গর্ভবতী মায়ের স্বাস্থ্য ও সদ্যজাত এর সুস্থতার জন্য সরকার নিয়ে গেল নিয়ে এল এক নতুন প্রকল্প। প্রকল্পের নাম প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা।এ প্রকল্পে গর্ভবতী মহিলাদের 5000 টাকা করে দেবে কেন্দ্র। এটি প্রথম 2017 সালে শুরু করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ প্রকল্পের সূচনা ঘটায়।

এরপরে প্রকল্পটির মিনিস্ট্রি অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট এর অন্তর্ভুক্ত করা হয় । 19 বছর বা তার উর্ধে গর্ভবতী মহিলাদের প্রথম সন্তানের ক্ষেত্রে কেন্দ্র 5 হাজার টাকা করে দেবে। এক্ষেত্রে প্রথম ইন্সটলমেন্টে 2000 , দ্বিতীয় ইন্সটলমেন্টে 2000, শেষে 1000 করে দেওয়া হবে ।

এই সুবিধা ভোগ করার জন্য অবশ্যই প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এরপরও মহিলা বা তার স্বামী আধার কার্ড ও ব্যাংক একাউন্ট লিংক করতে হবে । দেশের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই পরিকল্পনা করা হয়। ভারতে প্রায় প্রতি বছর 17% মহিলা জন্মদানের সময় মারা যায়।এবং শিশুদের সংখ্যায় সেটি তারা প্রতি 1000 জনে 32 জন ।

আরো পড়ুন: আমার সন্তানকে মা’থা উঁচু করে বাঁ’চ’তে শে’খা’বো: নুসরত জাহান

দেশের বিভিন্ন জায়গায় অপুষ্টি এবং সঠিক স্বাস্থ্যকেন্দ্র না থাকার দরুন এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কেন্দ্র । গর্ভবতী মহিলাদের পুষ্টির কোন অংশে যেন কমতি না ঘটে সে কারণেই সেই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ।এক্ষেত্রে গ্রামাঞ্চলে আশাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।