Home খেলা 2036 অলিম্পিক কি হ’বে গুজরাটে? এই ভিডিও ঘিরে ব্যা’প’ক জ’ল্প’না

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

2036 অলিম্পিক কি হ’বে গুজরাটে? এই ভিডিও ঘিরে ব্যা’প’ক জ’ল্প’না

সম্প্রতি টোকিও অলিম্পিকে বেশ ভালো প্রদর্শন করতে পারছে আমাদের দেশ ভারত বর্ষ। যদিও হকিতে সোনা জিতে গিয়েও জিততে পারলো না তারা। তবে দীর্ঘ ৪১ বছর পরে অলিম্পিকে হকিতে পদক আনতে পেরেছে ভারত বর্ষ। এবারে অলিম্পিকে ভারতবর্ষের সমস্ত রেকর্ড ছাড়িয়ে ৬ টি মিডিল আনতে পারবে। একদিকে যেমন বিদেশের মাটিতে ভারত বর্ষ দেশের নাম উজ্জল করছে অন্যদিকে একই সঙ্গে তৎপরতা দেখা যাচ্ছে গুজরাটের আহমেদাবাদে।

সম্প্রতি আমেদাবাদের নির্মিত স্পোর্টস কমপ্লেক্স প্রকল্প অনুমোদন করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বিভিন্ন খেলাধুলা করার জন্য স্টেডিয়ামটি তৈরি করা হচ্ছে। তার সঙ্গে তৈরি করা হচ্ছে, একইসঙ্গে প্রচুর মানুষের থাকার জন্য বাসস্থান। ২০৩৬ এর অলিম্পিক কোন দেশে হবে, তা এখনো পর্যন্ত নির্ধারিত না করা হলেও মনে করা হচ্ছে, ভারতবর্ষে অলিম্পিকের আয়োজক দেশের যোগ্যতা পাওয়ার চেষ্টা করতে শুরু করেছে ইতিমধ্যেই।

সম্প্রতি আমেদাবাদ পৌর কর্পোরেশনের মুকেশ কুমার একটি ভিডিও তৈরি করে নারায়ণপুরে নির্মিত স্পোর্টস কমপ্লেক্স সম্পর্কে যাবতীয় তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, সাঁতার, টেনিস এবং অন্যান্য খেলাধুলার জন্য স্টেডিয়ামটি তৈরি করা হচ্ছে, সাথে বহু মানুষের বাসস্থান যাতে সেখানে হতে পারে তার জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে ইতিমধ্যেই সম্মান পেয়েছে, তাই অলিম্পিক থেকে যদি ভারত থেকে কোন প্রস্তাব আসে তাহলে অবশ্যই এই স্টেডিয়ামের নাম উচ্চারণ করা যেতে পারে।

২০২০ অলিম্পিক এইবার ২০২১ সালে অনুষ্ঠিত হচ্ছে, যা জাপানের টোকিওতে অনুষ্ঠিত হচ্ছে। এর পরে, পরবর্তী তিনটি অলিম্পিক ২০২৪, ২০২৮, ২০৩২ এর জন্য ইতিমধ্যে যা যথাক্রমে প্যারিস, লস এঞ্জেলেস এবং ব্রিসব্রনে খেলা হবে। এর পরে, ২০৩৬, ২০৪০ এবং ২০৪৪ অলিম্পিকের জন্য বিডিং করতে হবে। মনে করা হচ্ছে, ভারত ২০৩৬ এর জন্য প্রস্তুত থাকতে পারে। তাই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে ভারত বর্ষ থেকে।