সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্যা’ক্স তো দিচ্ছেন কিন্তু ট্যাক্সের ক্রেডিট স্টেটমেন্ট কি করে ডাউনলোড করবেন?

ভারতের একজন সচেতন জনসাধারণ হিসেবে ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক। ভারতীয় আইন অনুযায়ী ফর্ম ২৬ এ এস এস আয়কর বিভাগের ইস্যু করা একটি ট্যাক্স ক্রেডিট স্টেটমেন্ট হিসেবে গৃহীত হয়। প্রতি আর্থিক বছরের জন্য মানুষের প্যান কার্ডের নম্বরের উপর ভিত্তি করে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স বা tcs এবং ট্যাক্স ডিডাকটেড এট সোর্স বা tds ইত্যাদি নানান সম্পর্কিত ক্ষেত্রে এই ফর্ম ব্যবহার করা হয়।

একজন কর প্রদান কারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি এটি। আপনি যে কর দিচ্ছেন তার সমস্ত বিবরণ এর মধ্যে লিপিবদ্ধ থাকে আপনার আয় থেকে কেটে নেওয়া অর্থ এবং আপনার নিয়োগ কারী সহ যাবতীয় ক্রিয়াকলাপ সম্পর্কে অবহিত থাকতে পারবেন।

তাছাড়া এই ফর্ম থেকে করের বিষয়ে আপনি একটা সম্যক ধারণা পেতে পারেন। আয়কর আইন ১৯৬১ এর ধারা অনুযায়ী বার্ষিক করের কিছু বিবরণ রয়েছে। সেই বিবরণ থেকে সরকার কত কর পায় প্রতি বছর তা নিশ্চিত করা হয়। একজন কর প্রদানকারীর আয়ের উৎস সম্পর্কে যাবতীয় তথ্য লিপিবদ্ধ রয়েছে।

আরো খবর: আম খেলেই কি আপনার “আমাশা” হয়? তবে কি আম খাওয়া ছে’ড়ে দেবেন?

যেমন যিনি কর দিচ্ছেন তার মাসিক বেতন বিনিয়োগ থেকে আয় পেনশন পেশাদারী যে কোন পরিষেবার আয় এর ভিতর লিপিবদ্ধ থাকে। একটি নির্দিষ্ট আর্থিক বছরে ট্যাক্স প্রদান করার পর যেটা আপনি রিটার্ন পেয়েছেন সেটাও আপনাকে দেখিয়ে দেবে।

নেট ব্যাঙ্কিং একাউন্টের মাধ্যমে টিডিএস দেখতে পারবেন আপনি।  ট্যাক্স বিভাগের ওয়েবসাইটে ফাইলিঙ্ একাউন্টে লগইন করেও এটা দেখা সম্ভব।

যাদের কাছে প্যান কার্ড আছে এবং একটি নির্দিষ্ট আর্থিক বছরে বেতন বা পেনশন ও ফিক্স ডিপোজিট থেকে আয় পান কিংবা অন্য কোন ক্যাপিটাল বা লভ্যাংশ থেকেই তার আয় হয় তিনি সেই সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে পারেন এখান থেকেই।

Https://www.incometax.gov.in/iec/foportal/পোর্টালে গিয়ে লগইন করতে হবে। মাই একাউন্ট মেনুতে গিয়ে ফর্ম ভিউ করার অপশনে ক্লিক করতে হবে। সেখানে টিডিএস সিপিসি পোর্টালে রিডিরেক্ট করা হবে আপনাকে এরপর প্রসিডে ক্লিক করলেই আপনি ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন।