সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পরিবারে কেউ জ’ন্মা’লে না’ম রাখবেন না “শুভেন্দু”: সায়ন্তিকা

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদিকা তথা টলি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঙালি হিন্দু পরিবারের নবজাতকের নাম ‘শুভেন্দু’ না রাখার আবেদন জানালেন।

বুধবার বাঁকুড়া পুরসভায় দলের নির্বাচিত কাউন্সিলরদের সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ‘বিস্ফোরক’ অনুরোধ করেন। কেন একথা বলছেন, তাঁর ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী৷

এদিন সায়ন্তিকা বলেন, কোনও মুসলিম পরিবারে পুত্র সন্তান জন্ম নিলে তার নাম ‘বিশ্বাসঘাতক’ বা ‘মীরজাফর’ এর নামে রাখা হয় না। তেমনি বর্তমান সময়ের বিশ্বাসঘাতকের অপর নাম ‘শুভেন্দু’৷ তাই নবজাতকের নাম দয়া করে কেউ শুভেন্দু রাখবেন না৷

আরো পড়ুন: দেশ ৩০ লক্ষ কোটি টা’কা’র বে’শি রপ্তানির রে’ক’র্ড গড়েছে, ঘো’ষ’ণা প্রধানমন্ত্রীর

স্বাভাবিকভাবেই অভিনেত্রী থেকে নেত্রী হয়ে ওঠা সায়ন্তিকার এহেন বিস্ফোরক দাবিকে ঘিরে সভাস্থলেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়৷ একই সঙ্গে এদিন সায়ন্তিকা দাবি করেন, ২০২১ থেকে ওনার রাজনৈতিক কেরিয়ারে লোডশেডিং নেমে এসেছে৷

কারণ, তৃণমূলে থেকে ওনার কাজ ছিল বিশ্বাসঘাতকতা করা। আর সেই কাজই উনি করেছেন৷ স্বভাবতই মানুষ আর ওকে বিশ্বাস করে না৷ এই প্রসঙ্গে টেনে এনেছেন কাঁথি পুরসভার ফলাফলের প্রসঙ্গটিও৷

তিনি বলেছেন, “দেখলেন না, এমন বিশ্বাসঘাতককে তাঁর এলাকার বাসিন্দারাও আর বিশ্বাস করেন না৷ দিদির দৌলতে বাপ-বেটা দীর্ঘ ৪০ বছর কাঁথিতে রাজ করেছিল৷ এবারে কাঁথির মানুষ ওদের খালি হাতে ফেরৎ পাঠিয়ে দিয়েছে৷ আগামীদিনে বাকিটুকুও থাকবে না।”