সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একদম স’স্তা’য় দেশে 5G ফোন আ’ন’তে চলেছে JIO, কি কি থা’ক’ছে স্মার্টফোনে?

দেশের বৃহত্তম টেলিকম সংস্থা রিয়ালেন্স জিও এবার সস্তার 5G ফোন আনতে চলেছে। অন্যান্য 5G ফোনের থেকে সস্তায় লঞ্চ হবে JioPhone 5G। সম্প্রতি অনলাইনে এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। সূত্রের খবর, সস্তার এই 5G ফোনে Snapdragon 480+ চিপসেট ব্যবহার হতে পারে।

এই ফোনে Android 12 অপারেটিং সিস্টেম চলবে বলে জানা গিয়েছে। সম্প্রতি জনপ্রিয় একটি বেঞ্চমার্কিং ওয়েবসাইটে এই ফোনের ফিচার প্রকাশ্যে এনেছে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী Jio LS1654QB5 মডেল নম্বরে এই ফোন দেখা গিয়েছে।

সেখানে ফোনের RAM, প্রসেসর, ও অপারেটিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত তথ্য ফাঁস হয়ে গিয়েছে। লিস্টিংয়ে জানানো হয়েছে বেঞ্চমার্কিং ওয়েবসাইটে সিঙ্গেল কোর পারফরম্যান্সে 549 স্কোর করেছে এই 5G ফোন। অন্যদিকে মাল্টিকোর পারফরম্যান্সে এই ফোন পেয়েছে 1661।

আরো খবর: কাপুর ফ্যামিলির মেয়ে হয়েও নায়িকা হওয়ায় স’ব গুণ থাকলেও হ’তে পারেননি, রণবীরের দিদির কা’হি’নী জানুন

বাজেট সেগমেন্টের এই ফোনে চলবে Android 12 অপারেটিং সিস্টেম। তার উপরেই চলতে পারে Jio-র তৈরি Pragati OS স্কিন। এছাড়াও JioPhone 5G – তে থাকবে 4 GB RAM। এদিকে আগে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছিল JioPhone 5G – তে থাকতে পারে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে।

এই ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। সেখানে থাকবে একটি 13 MP প্রাইমারি ক্যামেরা। এছাড়াও 2 MP ম্যাক্রো ক্যামেরা দিতে পারে Jio