সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অবাক কা’ন্ড! নাক গ’জা’লো হাতে, হত’বা’ক চিকিৎসা বিজ্ঞানীরা

ফ্রান্সের এক মহিলা ২০১৩ সালে নাকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ক্যানসার থেকে তিনি সারভাইভ করলেও তার প্রভাব তাঁর শরীরে ছিল।ক্যানসারের চিকিৎসায় রেডিয়োথেরাপি, কেমোথেরাপির মতো কড়া চিকিৎসা এবং কড়া ডোজের ওষুধের প্রভাবে তাঁর নাকের অনেকটা অংশ নষ্ট হয়ে গিয়েছিল, তবে সম্প্রতি তিনি নিজের হাতে সেই নাক ফিরে পেয়েছেন।

নাক নষ্ট হয়ে যাওয়ার পর নাক ছাড়াই তিনি জীবন কাটাচ্ছিলেন। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের বিপুল উন্নতিতে তিনি আবার তাঁর নাক ফিরে পেয়েছেন। কিন্তু এ কিভাবে সম্ভব হল! সম্প্রতি মহিলার দুঃখ মেটাতে বিজ্ঞানীরা ওই মহিলার নাক ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন। তাঁর কপালের দুই পাশ থেকে ত্বকের কোষ নিয়ে তার ব্যবহারে থ্রিডি প্রিন্টারে ওই নাক বানানো হয়।

কিন্তু নাকটিকে পুষ্টির জন্য কোথায় রাখা হবে তা ভেবে পাচ্ছিলেন না বিজ্ঞানীরা। শেষমেষ সেই মহিলার একটি হাতেই ক্রমশ আকার পায় নাকটি। তার পরে সেই নাক নাকের আসল জায়গায় বসিয়ে দেওয়া হয়।

আরো পড়ুন: শীতের শুরুতেই নতুন করে নিম্নচাপ বঙ্গোপসাগরে, ঝ’ড়ে’র গতিবেগ হ’তে পা’রে ৫০ কিমি!

প্রায় দু’মাস পর গত সেপ্টেম্বরে ফ্রান্সের বিজ্ঞানীরা গোটা কাজটি সফলভাবে শেষ করেছেন। নাকের প্রিন্ট করা থেকে শুরু করে তার আকার পাওয়া এবং সেটিকে হাত থেকে তুলে মুখে বসানো নিয়ে চিকিৎসকদের এই সময় লেগেছে।

এ প্রসঙ্গে অনেকেরই মত, বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নতি যেভাবে এগোচ্ছে, তাতে আগামী দিনে অঙ্গহানী হওয়া বহু মানুষ এইভাবে অঙ্গ ফিরে পেতে পারবেন।