সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আর আ’ট’কা’নো গেলো না, দেশে ঢুকেই পড়লো ‘মা’ঙ্কি’ ‘প’ক্স’

দেশজুড়ে চলতি মাসের শুরু থেকে করোণা সংক্রমণের বাড়বাড়ান্ত দেখা যাচ্ছে। একাধিক রাজ্যে দৈনিক সংক্রমনের পরিসংখ্যান রীতিমতো উদ্বেগের এরই মাঝে অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ভারতে ঢুকেই পড়ল ‘মা’ঙ্কি’ ‘প’ক্স’।

কেরলে ‘মা’ঙ্কি’ ‘প’ক্স’ সন্দেহভাজন এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলে তার রিপোর্ট পজিটিভ এসেছে। এই প্রসঙ্গে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ জানিয়েছেন, পজিটিভ ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে এসেছিলেন।

তাঁর বয়স ৩৫ এর কাছাকাছি। ব্যক্তির শরীরে ‘মা’ঙ্কি’ প’ক্সে’র লক্ষণ দেখা গেলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউটে পাঠানো হয়।

আরো পড়ুন: মাহুতকে পিঠে বসিয়ে ফুলে ফেঁ’পে ও’ঠা গঙ্গা পা’র হ’চ্ছে হাতি! রইলো ভিডিও

সেই রিপোর্ট এবার পজিটিভ এসেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ঐ রোগীর আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ‘মা’ঙ্কি’ ‘প’ক্স’ মূলত প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামিত হয়। এই রোগের লক্ষণগুলি অনেকটা ‘গু’টি’ব’স’ন্ত’ রোগের মত। এই রোগে গোটা বিশ্বে প্রায় ৬ হাজার মানুষ আ’ক্রা’ন্ত।