সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্র’তা’র’না’র অ’ভি’যো’গে এক ভা’স্ক’র্য শি’ল্পী’কে গ্রে’ফ’তা’র ক’র’ল ভক্তি’নগর থানার পু’লি’শ

প্রতারনার অভিযোগে এক ভাস্কর্য শিল্পীকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ

প্রতারনার অভিযোগে এক ভাস্কর্য শিল্পীকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম সমীরন বাগ। সে নদীয়ার কৃষ্ণনগরের বাসিন্দা।

পুলিশ সুত্রে জানা গিয়েছে ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা ডঃশিবশঙ্কর শাস্ত্রী তার বাড়ির মন্দিরের জন্য কৃষ্ণনগরের ভাস্কর্য শিল্পীকে কৃষ্ণ মুর্তি সহ বেশকিছু দেবদেবীর মুর্তি তৈরি করতে দিয়ে ছিলেন। সেই মতো ভাস্কর্য শিল্পী সমীরনকে ১০ লক্ষ টাকা দেন তার বিনিময়ে মুর্তি গুলি তৈরী করে দেন।

অভিযোগ কিছুদিন পর থেকে মুর্তিগুলি ভাঙ্গতে শুরু করে। এবং সাধারন পাথর দিয়ে তৈরী। এর পরেই ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন। এবং পুলিশ অভিযোগের ভিত্তিতে কৃষ্ণনগর থেকে ভাস্কর্য শিল্পী সমিরন বাগকে গ্রেফতার করে।

রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে ভক্তিনগর থানার পুলিশ।