সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাহুতকে পিঠে ব’সি’য়ে গঙ্গা পা’র হ’চ্ছে হাতি! রইলো ভিডিও

বিহারের বৈশালী জেলার রাঘোপুর বিরল দৃশ্যের সাক্ষী থাকল। স্থানীয়রা বর্ষায় ফুলে ফেঁপে ওঠা গঙ্গায় একটি হাতিকে সাঁতরাতে দেখে হকচকিয়ে গিয়েছিলেন ।

মাহুত পিঠে বসে আছেন, আর জলের প্রবল টানের সঙ্গে লড়াই করতে করতে এগিয়ে চলেছে গজরাজ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাতিটি একেবারে মাঝগঙ্গায়। তার শরীরের প্রায় পুরোটাই জলের তলায়। মাহুত তাঁকে দিক নির্দেশ করছেন।

আরো পড়ুন: শিশুদের জন্য LIC-র ন’য়া প্ল্যান, মাত্র ১৫০ টা’কা বিনিয়োগে মেয়াদ শে’ষে পাবেন ১৯ লক্ষ

হাতিটি আর সেই নির্দেশ মেনে নদীর জল কেটে এগিয়ে চলেছে। স্রোতের সঙ্গে লড়াই চালাতে চালাতে হাতিটি প্রায় ক্লান্ত হয়ে ডুবে যাচ্ছিল, কিন্তু সর্বশক্তি কাজে লাগিয়ে মাহুতকে নিয়ে নিরাপদেই ডাঙায় পৌঁছয় সে।

স্থানীয় সূত্রে খবর, মাহুত তিন কিলোমিটার দূরত্ব কমাতে হাতিটিকে নিয়ে গঙ্গা পার করার সিদ্ধান্ত নেন। এ ভাবে জীবনের ঝুঁকি নিয়ে ভরা গঙ্গায় পারাপার করার দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন করছেন।