সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইসসস! ৪৩ তলা থেকে পাথর পরে ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু ২ ব্যক্তির, চা’ঞ্চ’ল্য’ক’র ঘ’ট’না মুম্বইয়ে

দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ের রাস্তায় দিনদুপুরে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন দুই ব্যক্তি। সকাল সাড়ে ৯ টা নাগাদ অসাবধানতা বশত এক নির্মীয়মান বহুতল থেকে তাদের মাথায় পাথরের চাঁই পড়ে যায়। গুরুতর আহত হন তারা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে ৪৩ তলা বাড়িটি থেকে পাথর পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই রাস্তার পাশে দাঁড় করানো ট্যাক্সিগুলিও। ঘটনায় বহুতলের নিকটবর্তী মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে খবর, শহরের ওরলি এলাকায় তৈরি হচ্ছে ৪৩ তলা ভবনটি।ভবনটির নাম রাখা হয়েছে ফোর সিজনস রেসিডেন্সি।

ওরলির ফোর সিজনস হোটেলের কাছেই রয়েছে ভবনটি। প্রত্যক্ষদর্শীরা জানান যে ঘটনার সময় ভারী পাথরের স্ল্যাব ক্রেনে করে ওঠানো-নামানো হচ্ছিল।

আরো খবর: আবাস যোজনার টা’কা কি ঘর না করে অন্য কো’থাও খরচ হচ্ছে? জে’লও হতে পারে!

নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কিছু কংক্রিটের স্ল্যাব নিচে খসে পড়ে।এর মধ্যেই একটি স্ল্যাব সরাসরি ওই দুই ব্যক্তির মাথায় এসে পড়ে।রক্তে ভেসে যায় চারিপাশ।

পুলিশ মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।এইরূপ ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেইকারণেই বহুতল নির্মাণের সময় আরও সাবধানতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে পুলিশ।