সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেয়ে শিনা বোরা হ’ত্যা মামলায় অভিযুক্ত ইন্দ্রানী জেলমু’ক্ত হলেন, দিলেন ব’ড়ো বয়ান

২০১৫ সাল থেকে কারাবন্দি ছিলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়, এবার দীর্ঘ সাড়ে ছয় বছর পর জামিনে মুক্তি পেলেন তিনি। কিন্তু সেই জেল থেকে বেড়িয়েই তিনি বললেন, যারা আমাকে কষ্ট দিয়েছে , তাদের আমি ক্ষমা করে দিলাম।

মেয়ে শিনা বোরাকে হত্যা মামলায় অভিযুক্ত মা কারাবন্দী ছিলেন। গত বুধবার সুপ্রিম কোর্টের তরফ থেকে তাকে জামিন দেওয়া হয়, আর সেই নিয়েই শীর্ষ আদালত জানায়, আমরা ইন্দ্রাণী মুখোপাধ্যায় এর জামিন মঞ্জুর করেছি।

টানা ৬ বছর কম সময় নয় ।তাহলে বলা যেতেই পারে এখন তিনি মুক্ত। দীর্ঘ ৬ বছর জেলে ছিলেন তিনি, সমস্ত রকম আইনি জটিলতা কাটিয়ে তিনি এবার বাইরে বেড়িয়ে এসেছেন‌ ।

আরো পড়ুন: বিপুল হা’রে বাড়ছে মাঙ্কিপক্সের সংখ্যা! ভারত কতটা নি’রা’প’দ?

আর বাইরে বেরিয়েই তিনি বলেন, এতদিন পর খোলা আকাশের নিচে আসতে পেরে খুব খুশি লাগছে। আগামীতে কি করবো এখনও কোনো পরিকল্পনা করিনি। দারুন লাগছে এখন বাড়ি যাচ্ছি।

এরপরেই তাকে তখন প্রশ্ন করা হয়, কারাগারে থাকার জন্য কি কারো প্রতি আঙুল তুলতে চান? তিনি জানায় আমি জেলে থেকে অনেক কিছুই শিখেছি। আমি যা বুঝেছি কিছু জিনিস ভুলে যাওয়াই শ্রেয়। জীবনে একজন মানুষকে সহমর্মী হওয়া প্রয়োজন।তাই যারা কষ্ট দিয়েছে, তাদের আমি ক্ষমা করে দিয়েছি।

সঞ্জীব এর সাথে সম্পর্ক ছিন্ন করে ২০০২ সালে পিটারকে বিয়ে করেন ইন্দ্রানী মুখোপাধ্যায়। কিন্তু জানা যায় ইন্দ্রানী নাকি নিজের মেয়েকে বোন হিসেবে পরিচয় দেয় পিটারের কাছে।শিণার খুনের ঘটনা প্রকাশ্যে আসে অন্য একটি ঘটনার দ্বারা ।

আরো পড়ুন: অঙ্কিতা ভালো শিক্ষিকা ছিল! মন্ত্রীর মেয়েকে নিয়ে ম’ন্ত’ব্য স্কুলের প্রধান শিক্ষিকার

যখন ইন্দ্রাণীর গাড়িচালক শ্যাম রাইয়ের গ্রেফতারি হয়। শিণা বোরা হত্যা কান্ডে ইন্দ্রাণীর সাথে অভিযুক্ত হয়, ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না এবং চালক শ্যাম রাই।

পিটার আর ইন্দ্রাণী একটি ঘটনা মেনে নিতে পারে নি বলেই , শিণাকে খুন করেছে ইন্দ্রাণী এমনটাই সিবিআই এর দাবি। ঘটনাটি হল পিটারের আগের ঘরের ছেলের সাথে শিণার সম্পর্ক।