সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“সৎ রঞ্জন” গ্রে’ফ’তা’র প্রসঙ্গে এজলাসে বসেই হ’তা’শা প্র’কা’শ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

TET Scam বা টেট দুর্নীতি মামলায় CBI – এর আরেক বড় সাফল্য।এবার গ্রেপ্তার হলেন উত্তর ২৪ পরগনার বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল। সূত্রে খবর তিনি অনেকদিন থেকেই তদন্তে অসহযোগিতা করছিলেন,যার কারণেই এই গ্রেফতারি।

‘সৎ রঞ্জন’-এর গ্রেফতারির খবরে আদৌ খুশি নন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রেফতারির খবর হাইকোর্টে পৌঁছাতেই আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এই বিষয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান,’ বাগদার রঞ্জনকে আজ গ্রেফতার করেছে সিবিআই।’

প্রত্যুত্তরে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কে, সৎ রঞ্জনকে গ্রেফতার করা হয়েছে তো? হ্যাঁ, আমি জানি সেটা।’’ এর পরেই সংশয়ের সুর শোনা যায় বিচারপতির গলায়। তিনি বলেন যে , ‘‘কিছুই লাভ হবে এখন। গত ৭-৮ মাস থেকে তো তদন্ত চলছে। এখন তাঁকে গ্রেফতার করে কী লাভ!’’

টাকা নিয়ে সরকারি স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত এই চন্দন ।