সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতীয় রেল এবার থাইল্যান্ড ঘু’রি’য়ে দেখাবে, ব’ড়ো ভা’ব’না IRCTC-এর

বাঙালি ভ্রমণ প্রেমী। একটু ছুটি পেলেই বাঙালি বেড়েতে ভালোবাসে। ভারতীয় রেলের খাবারের দায়িত্বে থাকা আইআরসিটিসি এবার শুধু দেশের অভ্যন্তরে নয় আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ নিয়ে এল।

সম্প্রতি পূর্ব রেলের একটি বিক্ষপথে প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে নেপাল, ব্যাংকক, ফুকেত, পাটায়া সহ থাইল্যান্ড ঘুরিয়ে দেখাবে আইআরসিটিসি।

এর জন্য তিনটি ট্যুর প্যাকেজের ঘোষণা করেছে পূর্ব রেল। এই তিনটির মধ্যে একটির নাম রাখা হয়েছে “স্বাধীনতা দিবস স্পেশাল থ্রিলিং থাইল্যান্ড”, অপরটির নাম রাখা হয়েছে “ফুকেট ক্রবি স্পেশাল প্যাকেজ” ও “নেপাল নির্ভানা প্যাকেজ গ্রুপ-2″।

আরো পড়ুন: বি’য়ে’র মণ্ডপে মেয়েকে আশীর্বাদ দিতে ফিরে এলেন মৃ’ত বাবা, চোখের জল ধ’রে রা’খ’তে পারলেন না কেউই

পূর্ব রেলের তরফে তিনটি প্যাকেজের বিস্তারিত জানানো হয়েছে। প্রথম প্যাকেজ অর্থাৎ “স্বাধীনতা দিবস স্পেশাল থ্রিলিং থাইল্যান্ড”- এর খরচ পড়বে জন প্রতি 38 হাজার 68 টাকা।

11 অগষ্ট যাত্রা শুরু করে এতে 5 রাত্রি ছয় দিন ধার্য করা হয়েছে ঘোরার জন্য। এতে পূর্ব রেল ব্যাংকক অথবা পাটায়া ঘোরার সুযোগ থাকবে বলেই জানাচ্ছে।