সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডেটা স্পি’ডে গো’টা বিশ্বকে বি’রা’ট চমক দি’লো ভারত, কোন দেশ প্রথম স্থা’নে?

ইন্টারনেট এখন মানুষের জীবনে এক অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত আমরা ভাবতেই পারি না তাইতো গোটা দুনিয়া এখন আমাদের হাতে মুঠোয় চলে এসেছে। তবে জানেন কি বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী দেশের কোন তালিকায় রয়েছে ভারত! ইন্টারনেট ব্যবহারকারী দেশগুলির মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে ভারত বর্ষ।

গোটা দেশের ৬৫৮ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। চীনে এই ব্যবহারকারীর সংখ্যা ১০২০ মিলিয়ন। অর্থাৎ ভারতের থেকে কিছুটা এগিয়ে রয়েছে চীন। ভারতে ওয়েব সার্ভার গুলি ব্রডব্যান্ড এবং মোবাইল ডেটা দুই মাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছে। যদিও ভারত দ্রুত স্পিডে ইন্টারনেট ব্যবহার করছে এমনটা কিন্তু নয়।

সম্প্রতি ইন্টারনেট ব্যবহারকারী সংস্থা ওকলা তাদের একটি প্রতিবেদন বার করেছে। সেখানে বলা হয়েছে মোবাইল ডাটা স্পিডে সম্প্রতি উন্নতি করেছে ভারত। কিন্তু শীর্ষ সর্বোচ্চ ১০০ টি দেশের মধ্যে নিজেদের স্থান এখনো অর্জন করতে পারেনি ভারত।অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই তালিকায় এক ধাপে আট নম্বরে উঠে এসেছে ভারত।

আরো খবর: বি’য়ে’র এক বছর হতে না হতেই কি বি’চ্ছে’দে’র প’থে মোহিত রায়না? তু’ঙ্গে জ’ল্প’না

মাত্র এক মাসে ১১৩ নম্বর থেকে ১০৫ এ উঠে এসেছে ভারত বর্ষ। ভারতের গড় মোবাইল ডাটার স্পিড 16.50mbps থেকে হয়েছে 18.26 mbps। ওকলা স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্স অনুযায়ী ভারত ৭৯তম থেকে ৮০ তম স্থানে চলে গিয়েছে কিন্তু দেশে মিডিল ডাউনলোডের গতি অক্টোবরের থেকে নভেম্বরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

22.27mbps গতিতে বর্তমানে ভারতের দ্রুততম ইন্টারনেট শহর হিসেবে স্থান অর্জন করেছে মুম্বাই। বিশ্বব্যাপী শহরের মধ্যে এই রেংকিং প্রথম। কয়েক মাসের মধ্যেই ভারতের গড় মোবাইল ডাটার গতি আরো অনেকটা বাড়বে বলে মনে করা হচ্ছে। এয়ারটেল ফাইভ জি প্লাস এবং জিও উভয় ব্যবহারকারীরাই এই গতি উপলব্ধি করতে পারবেন।4G ডেটার দামেই পাওয়া যাবে 5G ডেটা।