সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী ২৮ ও ২৯ মার্চ ভারত বনধ, জেনে নিন বিস্তারিত

ভারত বনধ ডাকল বামেরা।আগামী ২৮ এবং ২৯ মার্চ সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। শনিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু একটি প্রেস বিবৃতির মাধ্যমে এই বনধের কথা ঘোষণা করেন। ‘জনগণকে বাঁচাও এবং জাতিকে বাঁচাও’ শীর্ষক কর্মসূচি নিয়ে ১২ দফা দাবিতে দু’দিন ব্যাপী সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে।

বিমান বসু বলেন, মোদী সরকারেরজনবিরোধী, শ্রমিক বিরোধী এবং দেশ বিরোধী ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে এই ভারত বনধ।এদিকে, ফের বামেদের ডাকা বনধ নিয়ে সমালোচনায় সরব শাসকদল। ‘কর্মনাশা বনধ’ বটে আক্রমণও করা হয়েছে এই সিদ্ধান্তকে।

পাশাপাশি, বনধের দিন সমস্ত কিছু সচল থাকবে বলেও মত শাসকদলের কর্মীদের। ট্রেন ইউনিয়নগুলির পাশাপাশি এই দুই দিন সংযুক্ত কিষাণ মোর্চা এই ধর্মঘটের সমর্থনে গ্রাম বনধের ডাকও দিয়েছে।

আরো পড়ুন: জিভের রং হ’য়ে গিয়েছে কালো ও লোমশ! নতুন রো’গ দে’খে হ’ত’বা’ক চিকিৎসকরা

পশ্চিমবঙ্গেও এই ধর্মঘটকে সফল করতে শ্রমিক ও কর্মচারি সংগঠনগুলি প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন বিমান বসু। একইসঙ্গে ফ্রন্ট চেয়ারম্যানের বক্তব্য, সাম্প্রতিক অতীতে দেখা যাচ্ছে, কেন্দ্রের BJP সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ডাকা শ্রমজীবী জনগণের ধর্মঘট ভাঙতে পশ্চিমবঙ্গে তৎপরতা দেখিয়েছে তৃণমূল কংগ্রেস।

এ রাজ্যে বিগত ১০ বছরের অভিজ্ঞতাতে স্পষ্ট, জনস্বার্থ বিরোধী পদক্ষেপে কেন্দ্রের BJP সরকার এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের মধ্যে কোনও মৌলিক পার্থক্য নেই।