সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুষ্পার সেই টাকলা পুলিশ অফিসার ভানওয়ার সিং শেখাওয়াত আ’দ’তে কে? রইলো আ’স’ল পরিচয়

পুষ্পা সিনেমাটি মুক্তি পেয়েছে যা একেবারে সুপার ডুপার হিট হয়েছে, করোনার জন্য ৫০% হল ইতিমধ্যে খোলা তবুও করোনার দাপট এই সিনেমাটি মুক্তি পাওয়া থেকে আটকাতে পারেনি শুধুমাত্র মুক্তি নয় সুপার ডুপার হিট হয়েছে এই সিনেমাটি। এই সিনেমা টি এক মাসের মধ্যে ব্যবসা করে ফেলেছে ৪০০ কোটি টাকার, সিনেমাটি পাঁচটি ভাষাতে মুক্তি পেয়েছে তেলেগু, তামিল, মালায়ালম, হিন্দি।

Trending news: After all, who is the villain Bhanwar Singh Shekhawat, who  dominated the last 15 minutes of the film Pushpa? - Hindustan News Hub

এই সিনেমাটিতে অভিনয় করেছেন রশমিকা মন্দন্না এবং আল্লু অর্জুন। এই দুজনার কেমিস্ট্রি এই সিনেমাটিতে অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। সিনেমাটিতে একটি আইটেম ডান্স আছে যেটি করেছেন সামান্থা প্রভু। ছবিটি সুপার ডুপার হিট হওয়ার পিছনে যে প্রধান চরিত্রটি রয়েছে সেটি হচ্ছে ভিলেন আইপিএস ভানওয়ান সিং শেখাওয়াত। ভিলেন আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করেছেন ফাওয়াদ ফাসিল।

Pushpa The Rise review: Allu Arjun is terrific, ends 2021 with one of the  most entertaining movies of the year - Hindustan Times

আল্লু অর্জুন এবং এই আইপিএস অফিসারের সংঘর্ষের উত্তেজনা একেবারে সুপার ডুপার হিট করেছে সিনেমাটিকে। এই পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা ফাওয়াদ হলেন দক্ষিণের একজন জনপ্রিয় অভিনেতা,সাথে একজন চলচ্চিত্র প্রযোজকও। অনেক তামিল এবং মালায়াম চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন এবং তারপরেই জনপ্রিয় হয়েছেন।

Fahadh Faasil's deadly look from Pushpa is a hint to his villainous role

কেরালার আলাপূজায় এই অভিনেতা জন্ম, তার বাবা হলেন আলেক্সা মহম্মদ ফাজিল এবং মায়ের নাম হল রোজিনা। ছোটবেলায় শিক্ষা তিনি নিয়েছেন আলাপূজা এসডিবি সেন্টার স্কুল এবং লরেন্স স্কুল থেকে। উচ্চশিক্ষার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন এবং সেখানে তিনি মিয়ামি বিশ্ববিদ্যালয়ের দর্শন নিয়ে পাশ করেছেন ,তার পরই ২০০২ সালে চলচ্চিত্রে পা দিয়েছেন তার প্রথম অভিনীত ছবির নাম কাইএথুম দূরথ।

Fahadh Faasil's character in 'Pushpa' tad similar to one in 'Kumbalangi  Nights' - Jis Joy

যদিও সেই ছবিটি পরবর্তীকালে ফ্লপ হয়েছিল এবং এই ছবিটি ফ্লপ হওয়ার দায়ভার তিনি নিজের ঘাড়েই নিয়েছিলেন। এর পরেই তিনি আমেরিকায় চলে যান এবং সেখানে প্রায় ছয় বছর টানা থাকেন। পরবর্তীকালে তিনি কেরালা কাইফা নামের একটি মালায়াম চলচ্চিত্রে অভিনয় করেন এবং চলচ্চিত্র জগতে তাঁর ক্যারিয়ার শুরু করেন। তিনি প্রায় ৫০ টিরও উপরে ছবিতে ইতিমধ্যে অভিনয় করেছেন।