সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারত অপরিহার্য সঙ্গী, স্বাধীনতার ৭৫ তম ব’র্ষে শুভেচ্ছা বা’র্তা বাইডেনের

আমাদের দেশ গণতন্ত্রের দেশ। এই দেশ সকলকে যেমন আপন করে নিতে জানে ঠিক তেমনি আমাদের প্রতিবেশী দেশগুলিও ভারতের সাথে বন্ধুত্বপর্ণ সম্পর্ক রাখতে চায়। আমাদের ভারতবর্ষ স্বাধীনের ৭৫তম বর্ষ উজ্জাপণ হচ্ছে আজ। গোটা দেশ জুড়ে সকল মানুষ মেতে উঠেছে এই দিনটায়।

এমন সময়ে দাড়িয়েই মার্কিন মুলুক থেকে বন্ধুত্বপূর্ণ ব্যাবহার আজকের দিনের আনন্দ আরো বাড়িয়ে দেয়। স্বাধীনতার ৭৫ বছরে নয়াদিল্লিকে দেওয়া শুভেচ্ছা বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বলতে শোনা যায়, ” আমেরিকার অপরিহার্য সঙ্গী ভারত।” তিনি মহাত্মা গান্ধীর নানা কোথাও বলেন। বলেন, তাঁর করা অহিংস আন্দোলনের কথা।

“গণতন্ত্রের যাত্রাপথে ভারতের জনগণকে সম্মান জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। যে যাত্রার দিক নির্দেশিকা এসেছে মহাত্মা গান্ধীর অহিংসা ও সত্যের থেকে,” বলেন বাইডেন। এই কথা গুলো এমন একটা সময় বলা হচ্ছে যখন বাইরের দেশগুলো একে ওপরের সাথে যুদ্ধ করছে বা বলা চলে একদিকে ইউরোপে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে অন্যদিকে চিন-তাইওয়ান সংঘাত এরকম সময়ে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য সকলেই খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশষজ্ঞরা।

আরো পড়ুন: ব্যাংকের সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে স’ম্প’র্কে জ’ড়ি’য়ে ভল্ট থেকে ৬৮ কো’টি নিয়ে চম্পট ব্যাঙ্ককর্ত্রী

লাদাখে চিনের সঙ্গে সংঘাতের কারণে আমেরিকার সঙ্গে লাগাতার আমাদের দেশের সেনারা যৌথ সামরিক মহড়া অংশ নিচ্ছে। ৮ অগাস্ট থেকে হিমাচলপ্রদেশের বাকলোলে মার্কিন সেনার সঙ্গে চলছে এই যুদ্ধের মহড়া। যার পোশাকি নাম ‘বজ্র প্রহার’। এই মহড়া শেষ হতে না হতেই অক্টোবরে ফের যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে দুই দেশে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিশেষজ্ঞরা মনে করছেন দক্ষিণ চিন সাগরে পুরোপুরি প্রভুত্ব কায়েম করতে চাইছে বেজিং। তাই কয়েক বছর ধরেই দেখা যাচ্ছেদক্ষিণ-পূর্ব এশিয়ায় আগ্রাসী মনোভাব দেখিয়ে যাচ্ছে চিন। আর এই সব কারণ বশত চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো নেই বললেই চলে। এই অবস্থায় ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চাইছে আমেরিকা।

রাশিয়ার থেকে ভারত প্রতিরক্ষা সরঞ্জাম কেনে কিছুদিন আগেই। মস্কোর থেকে সমরাস্ত্র কেনা দেশগুলির উপর সাধারণত নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। কিন্তু ভারতের ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা সংক্রান্ত ‘কাটসা’ আইন লাঘু করা হবে বলে জানিয়ে দিয়েছে মার্কিন কংগ্রেস। গত জুন মাসে জার্মানির মিউনিখে জি-৭ বৈঠকে যোগ দিতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নিজেথেকে মোদীর সঙ্গে হাত মেলান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে চলে শুভেচ্ছা বিনিময়ও।