সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যাংকের সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে স’ম্প’র্কে জ’ড়ি’য়ে ভল্ট থেকে ৬৮ কো’টি নিয়ে চম্পট ব্যাঙ্ককর্ত্রী

নিজের ব্যাংকের ঘর থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে অন্য দেশে পালিয়ে গেলেন খোদ ব্যাংকের একজন ডেপুটি চেয়ারপারসন। সাড়ে চার বছর আগে রাশিয়ার একজন মহিলার বিরুদ্ধে উঠেছিল এমনই অভিযোগ। গত বছরের সেপ্টেম্বর মাসে অভিযুক্ত ওই মহিলাকে পাওয়া যায় স্পেনে। তিনি এতদিন সেখানেই গা ঢাকা দিয়েছিলেন বলে জানা যাচ্ছে।

সম্প্রতি ইন্টারপোলের সাহায্যে ওই দেশ থেকে রাশিয়াতে আবার ফিরিয়ে আনা হয়েছে অভিযুক্ত মহিলাকে। ব্যাংকের বিপুল অর্থ লুটের অভিযোগে এবার আদালতের দ্বারস্থ হতে হবে অভিযুক্তকে।

রাশিয়ার বাসিন্দারা ইনেসা নামের ওই মহিলা এই কাজের সময় ব্যাংকের ডেপুটি চেয়ারপারসন হিসেবে কাজ করতেন এবং ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরেটসের সদস্য ছিলেন।

আরো পড়ুন: অনুব্রতর মঙ্গল কামনায় সংকল্প যজ্ঞ, উপস্হিত পাঁচ পুরোহিত, হ’চ্ছে কীর্তন

২০১৮ সালে ব্যাংকের ভট থেকে ৬৮ কোটি টাকারও বেশি সরিয়ে নেন তিনি। তিনি প্রথমে মস্কো তারপর জার্মানি তারপর স্পেনে পালিয়ে যান। তিনি পালিয়ে যাওয়ার পর ব্যাংকের ভোল্টে নোটের বদলে পাওয়া গিয়েছিল মনিহারি জিনিসপত্র।

ব্যাংকের এক কর্মী এই বিষয়ে পুলিশকে খবর দেন। তদন্ত নেমে পুলিশ জানতে পারে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনার প্রধান ষড়যন্ত্রকারী ছিল ব্যাংকের সহ প্রতিষ্ঠাতা তথার বোর্ডের চেয়ারম্যান গ্রিগোরি রোমানুতা।

ইনেসা ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু। ব্যাংকের অন্যতম শীর্ষ কবে থাকার জন্য তার হাতে কোটি কোটি টাকা থাকতো। ব্যাংকের ভল্টের চাবিও থাকতে তার কাছে। এই ক্ষমতাকে কাজে লাগিয়ে আর্থিক তছরূপ করেন ইনেসা।