সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার আপনার স্মার্টফোনই হ’বে গাড়ির চাবি, গুগলের ন’য়া আবিষ্কার

সারা পৃথিবীকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে গুগল। যত দিন যাচ্ছে ততই উন্নত হচ্ছে প্রযুক্তি সেইসঙ্গে নিজেকে আরও আপগ্রেড করছে গুগল। গুগলের তরফ থেকে এবার নতুন এক ফিচার আসতে চলেছে। গাড়ির চাবি হয়ে যাবে ডিজিটাল। ঠিকই শুনছেন লাগবে না কোন চাবি বরং গুগল থাকলেই খুলতে পারবেন গাড়ি।

স্মার্টফোন স্মার্ট ওয়াচ গুগল টিভি এবং অন্যান্য ডিভাইসে ব্যাপক পরিবর্তন করেছে গুগল। অত্যাধুনিক পরিষেবা গ্রাহকের দেওয়ার জন্য কোন অংশে কমতি রাখতে চায় না এই অ্যাপ। Google map ও সার্ভিসিং সিস্টেমকে আরো উন্নত করা হচ্ছে।

এই নতুন বছরের শুরুতেই তারা নানান নতুন চমক দিতে চায়। এবার গ্রাহকের জন্য নিয়ে এসেছে ডিজিটাল গাড়ির চাবি। এই গাড়ির চাবি চাইলে আপনি অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারবেন।

আরো খবর: এপ্রিল মা’সে বৃহস্পতির ধন রাজযোগ তৈ’রি হবে, এই ৩ রাশির হাতে হঠাৎ করেই টা’কা আ’সবে!

গুগল Google I/O 2021 এ ঘোষণা করেছিল যে তারা এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীদের এন্ড্রয়েড ডিভাইস বা ওয়ালেট সেভ করে রাখা ডিজিটাল গাড়ির চাবি হিসেবে ব্যবহার করতে পারবেন।

এই ডিজিটাল গাড়ির চাবির মাধ্যমে গাড়ি সহজেই আনব্লক করা সম্ভব হবে সেই সুবিধা এবার তারা নিয়ে আসতে চলেছে ব্যবহারকারীদের জন্য। তবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকরা এই ফিচারটি উপভোগ করতে পারবেন।

ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য দেশেও শুরু হবে গুগলের এই নতুন ফিচার। এতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা অনেকটাই ভালো হবে বলে আশাবাদী google