সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জল নিয়ে ভারত-চীন বি’বা’দ! অরুণাচলে বাঁধ নি’র্মা’ণ করে ক’ড়া জ’বা’ব নয়াদিল্লির

ভারত চিন জলবিবাদ এবার একেবারে তুঙ্গে, ধীরেধীরে এই বিবাদ যেন এক বড় আকার ধারণ করছে। ভারত ও চিন এখন একেবারে আদায় কাচকলায়। আর সেই সূত্রপাত কয়েক বছর আগের থেকেই। দুই দেশের মধ্যেই চলছে এক প্রকার কোল্ড ওয়ার। দেখা যাচ্ছে অরুণাচল সীমান্তে চিন ভারত বিরোধী একের পর এক কাজ করে চলেছে।

অবহস্য ভারতও কিন্তু হাত গুটিয়ে বসে নেই, তারাও একের পর এক জবাব দিয়ে যাচ্ছে। যেখানে চিন ভারত বিরোধী কাজ করে চলেছে, ঠিক সেখানেই ভারতও এবার কড়া পদক্ষেপ গ্রহণ করছে জানা যাচ্ছে ভারতও নাকি অরুণাচল প্রদেশেই চিনের নাকের ডগার ১১০০০ মেগাওয়াটের জলবিদ্যুত প্রকল্প তৈরী করছে। এন এইচ পিসির আওতায় হচ্ছে এই জলবিদ্যুত প্রকল্পের কাজ।

চিন আসলে কি পরিকল্পনা করছে? সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে ভারত সীমান্তের পাশেই নাকি চিন ৬০০০০ মেগাওয়াটের নদীবাধ তৈরী করছে জিনিপিং সরকার। এই নদী বাধ নাকি অরুণাচলের কাছেই ইয়ারলং সাংপো নদীর ওপরে দিতে চলেছে চিন। এই খবর দিল্লির কানে যেতেই তারাও একেবারে সতর্ক হয়ে যায়।

আরো খবর: মা’রা’ত্ম’ক ঘ’ট’না NJP স্টেশনে, আহ’ত ৪ জওয়ান, মৃ’ত্যু এক জওয়ানের

আর তারপরেই তারাও নতুন চ্যালেঞ্জের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা শুরু করে। মোট কথা ব্রক্ষ্মপুত্র নদীর অতিরিক্ত জল ধরে রাখতে চায় চিন, আর সেই বাধের জল ছেড়ে দিলে ভেসে যাবে অসম, অরুণাচল প্রদেশ সহ অনেক রাজ্য। এমনকি বাংলাদেশের একংশ ডুবে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তাই এবার চিনকে মুখের ওপরে জবাব দেওয়ার জন্যই ভারতও সুবনসিড়ি জলবিদ্যুত প্রকল্পের কাজে হাত দিয়েছে ইতিমধ্যেই। এখানেই শেষ নয়, চিন সীম্নাতের আশেপাশে আরও ৮ টি প্রকল্পের কাজে হাত দিয়েছে ভারত। যদি চিন অতিরিক্ত জল ছেড়েও দেয় তাহলে এই বাধ গুলো জলের স্তর নিয়ন্ত্রণ করবে।