সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শান্তির জন্য ভারত সবকিছুই করতে পা’রে, মোদি হিং’সা থামানোর বা’র্তা দিলেন রাশিয়াকে

রাশিয়া ইউক্রেনের সংঘাত এখনো চলমান, কোনো ধরনের যুদ্ধ বন্ধ করার পরিস্থিতি এখনো ঘটেনি। দুই দেশের বিভিন্ন আধিকারিক রা বৈঠকে বসলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারছে না তারা।

কিন্তু ঠিক এই যুদ্ধ চলাকালীন পরিস্থিতির মধ্যেই শান্তির বার্তা দিলো ভারত। সম্প্রতি এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেই রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ভারত সফরে এসেছেন।

সেখানেই ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন চুক্তি স্বাক্ষর হয় বলে জানা যায়। কিন্তু এর সাথেই ভারত শান্তির পক্ষে বার্তা দিলেন। এর আগে বহুবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী অন্যান্য দেশের প্রধান দের সাথে ফোনে কথা বলে এবং বারবার শান্তির বার্তা তুলে ধরে।

আরো পড়ুন: আর্থিক স’ঙ্ক’টে গৃহযুদ্ধ শ্রীলঙ্কায়, দেশে জরুরি অবস্থা জা’রি করলেন প্রেসিডেন্ট রাজাপক্ষে

রাশিয়ার বিদেশ মন্ত্রীর সাথে শান্তি প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের মাধ্যমে জানা যায়, প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারত সর্বদা শান্তির পক্ষে। শান্তির জন্য ভারত সমস্ত রকম ভাবে তৈরি।

এদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার পরে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাথেও দেখা করেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ।

এই বিষয় নিয়ে ভারতের বিদেশমন্ত্রী জানায়, প্রতিরক্ষা থেকে বিনিয়োগ পর্যন্ত দু’পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। তাছাড়া কোন চাপই ভারত ও রাশিয়ার সম্পর্কের মধ্যে আসতে পারবেনা।

দুই দেশের মধ্যে জাতীয় স্বার্থ ও স্বাধীনতাকে গুরুত্ব দিয়েই বিদেশনীতি তৈরি হয়েছে। শুধু এই নীতি ভারতের একার নয়, রাশিয়ারও রয়েছে। তাই দুইদেশের মধ্যে বন্ধুত্ব রয়েছে সর্বদা।।