সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভা’গ্যে’র প’রি’হা’সে বিজনেস টাইকুন থেকে এখন রাস্তায় খাবার বি’ক্রি করছেন কোটিপতি ব্যবসায়ী

ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় তা বলা মুশকিল। ভাগ্যের পরিহাস বোঝা সত্যিই দুষ্কর। অনেকেই রয়েছে এমন যারা কিনা একটা সময় কোটিপতি থাকা সত্ত্বেও এখন তারা ভিখারী, আবার অনেকেই এমন রয়েছে একটা সময় ভিখারি থাকা সত্ত্বেও এখন তারা কোটিপতি। এতেই যেমন ভাগ্যের হাত রয়েছে, তেমনি নিজেদের কর্মের ফলও রয়েছে।

সবকিছুর জন্য কেবলমাত্র ভাগ্যকে দোষ দিলে চলে না। আজকের এই প্রতিবেদনটি এমন একটি ব্যক্তিকে নিয়ে যে কিনা একটা সময় চীনের খুব বড় ব্যবসায়ী থাকা সত্ত্বেও, এখন সে রাস্তায় খাবার বিক্রি করে। কারণ তিনি ৫২ কোটি টাকার ঋণে জর্জরিত। চিনে রাখার ব্যবসায়ী তাং জিয়ান , কিছু সময় আগে পর্যন্ত তার বিশাল রেস্তোরাঁর চেইন ছিল।

চুটিয়ে একটা সময় ব্যবসা করেছে। কিন্তু ২০০৫ সালেই তার সমস্ত কিছু বদলে যায়। তার ব্যবসার এতটাই ক্ষতি হয়ে যায় যে এখন সে জীবন ধারণ করার জন্য রাস্তার পাশে একটি খাবারের স্টল চালায়। ঋণের পরিমাণ বাড়তে বাড়তে অধিক হয়ে গিয়েছিল একসময়, সেই কারণেই তাকে বাধ্য হয়ে তার বাড়ি ঘর অন্যান্য সম্পত্তি এমনকি গাড়ি বিক্রি করতে হয়।

আরো খবর: টর্চলাইট জ্বা’লি’য়েই রাত কা’টা’চ্ছে’ন! অতি’রি’ক্ত বিল আসায় ইলেক্ট্রিকের ব্যবহারই ব’ন্ধ ক’রলো পরিবার

কিন্তু সমস্ত কিছু বিক্রি করেও তার ঋণ সে শোধ করতে পারে না। এখনো ৫২ কোটি টাকার ঋণের দায় রয়েছে তার মাথার ওপর। একটা সময়ের রেস্তোরাঁর মালিক তার একটি ভুল সিদ্ধান্তের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে নিজের হাতেই গ্রিলড সসেজ বিক্রি করেন। এমনকি বাসন পর্যন্ত মাজতে হয় তাকে।