সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন্দ্রীয় সংস্থাগুলোর স্বশাসিত হওয়ার প’ক্ষে সওয়াল, “প্রভাবমুক্ত” করার দা’বি মমতার

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে স্বশাসন দেওয়ার দাবিতে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ কেন্দ্র”-এই সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।

কেন্দ্রের অঙ্গুলিহেলনে এই তদন্তকারী সংস্থা গুলি পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তাই তিনি কেন্দ্রীয় সংস্থার স্বশাসন নিয়ে সরব হয়েছেন।

সোমবার বিকেলে নবান্নের একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফর্সমেন্ট ডিরেক্টর ও সিবিআইয়ের স্বশাসনের পক্ষে সওয়াল করেছেন তিনি।

আরো পড়ুন: গাড়ী নি’য়ে নদীতে পড়ে গেলেন সামান্থা-বিজয়, গুরুতর আ’হ’ত দুজনেই

ইতিপূর্বে একাধিক এজেন্সিগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ এনেছেন তিনি। এবার সিবিআই এবং ইডিকে কেন্দ্রীয় সরকারের প্রভাব মুক্ত করার পক্ষে দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ রাজনৈতিক নেতাদের হেনস্তা করছে এই সংস্থাগুলো।

সব ব্যাপারে এজেন্সিকে ব্যবহার করে তুঘলকি কায়দায় সরকার চালাতে চাইছে কেন্দ্র! এমনটাই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। নাম না নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন।

কেন্দ্র শুধু বেতন দেওয়ার কাজ করুক, তদন্তকারী সংস্থা গুলিকে অটোনমি দেওয়া হোক। এমনটাই দাবি করছেন তিনি। এরকম নিকৃষ্টমানের রাজনীতি স্টালিন, মুসোলিনি, হিটলাররাও করেনি বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। দেশে যা চলছে তা মেনে নেওয়া যায় না! ক্ষমতায় এসে কেন্দ্র প্রতিহিংসা চরিতার্থ করছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।