সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের ত্রাতার ভূমিকায়, তুষারঝড়ে হেঁ’টে অন্তঃসত্ত্বাকে হাসপাতালে পৌঁছে দিলো ভারতীয় সেনা

ফের আরও একবার ভারতীয় সেনাকে প্রবল প্রাকৃতিক বিপর্যয় সত্বেও ত্রাতার ভূমিকায় দেখা গেল। সেনাকে এর আগেও অসংখ্যবার এই ভূমিকায় দেখা গিয়েছে। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা ঘাগ্গর হিল গ্রামের এক অন্তঃসত্ত্বা মহিলাকে বোনিয়ারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিল সেনা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, প্রবল তুষারপাত ও প্রতিকূল রাস্তা হেঁটে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে তারা। সেনা বাহিনীর এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ঘাগ্গর হিল গ্রাম থেকে আর্মি পোস্টে জরুরিকালীন সাহায্যের আর্জি জানানো হয়। গ্রামবাসীরা গুরুতর অসুস্থ এক অন্তঃসত্ত্বা মহিলার জরুরি চিকিৎসা পরিষেবার আর্জি জানান আর্মি পোস্টে।

গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ ওই আর্জি জানানো হয়। এরপরই আর কালবিলম্ব না করে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনীর একটি দল। রোগীর প্রাথমিক পর্যালোচনার গুরুতর অবস্থার কথা বিবেচনা করে আপৎকালীনভাবে তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে একটি স্ট্রেচারে করে তাঁকে পাবলিক হেল্থ সেন্টারের অ্যাম্বুলেন্সে নিয়ে আসার পরিকল্পনা করা হয়। সেনা জানিয়েছে, কোনও সময় নষ্ট না করে ব্যাটেলফিল্ড নার্সিং অ্যাসিস্ট্যান্ট (বিএফএনএ) সহ উদ্ধারকারী দল ঘাগ্গর হিল থেকে পোর্টারদের নিয়ে সকাল ১১ টা নাগাদ সালাসনের দিকে যাত্রা করে।

সেনার উদ্ধারকারী দল ওই অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে প্রায় সাড়ে ছয় কিলোমিটার বরফ ঢাকা পথ পায়ে হেঁটে সালাসনে নিয়ে আসে এবং পৌনে দুটো নাগায় বোনিয়ারের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিকসদের হাতে তুলে দেয়।