সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী কয়েক বছরের ম’ধ্যে সমুদ্র গিলে খা’বে মুম্বই-চেন্নাইকে! বি’প’দে’র মু’খে দাঁড়িয়ে কলকাতাও

ভয়ংকর ভবিষ্যতের দিকে এগোচ্ছে পৃথিবী। আগামী 2050 সালের মধ্যে ভারতের অধিকাংশ উপকূলবর্তী শহর জলের তলায় চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

সমুদ্রের জল স্তর যেভাবে বাড়ছে তাতে আশঙ্কা পাল্লা দিয়ে বাড়ছে। সম্প্রতি একটি গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্ট ফার্মের গবেষণা থেকে প্রাপ্ত তথ্যে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।

হাজি আলি দরগা, জহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট, ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে, বান্দ্রা ওরলি সি লিঙ্ক এবং মেরিন ড্রাইভের কুইন্স নেকলেস জলের তলায় তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন: কেন্দ্রীয় সংস্থাগুলোর স্বশাসিত হওয়ার প’ক্ষে সওয়াল, “প্রভাবমুক্ত” করার দা’বি মমতার

এই তালিকায় রয়েছে আমাদের শহর কলকাতাও। কেন্দ্রের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেলের রিপোর্ট সংগ্রহ করেছে ওই সংস্থা। তা খতিয়ে দেখেই এই আশঙ্কার কথা জানানো হয়েছে।

মুম্বাই, চেন্নাই, কোচি, ভাইজাক, ম্যাঙ্গালোর, তিরুবনন্তপুরম, বিশাখাপত্তনম জলের তলায় তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 2050 সালের মধ্যে সমুদ্রের জলের উচ্চতা অনেকটাই বেড়ে যাবে।

বর্তমানে সারা পৃথিবী জুড়ে বিশ্ব উষ্ণায়ন চলছে। তার ফলে মেরু অঞ্চলে পাশাপাশি উচ্চ পার্বত্য ভূমিতে প্রভাব পড়ছে। বরফ গলে গিয়ে জলস্তর বাড়ছে।

ভারতের হিমবাহ যত ছোট হচ্ছে তার সঙ্গে সমুদ্র জলের উচ্চতা দ্রুতগতিতে বাড়ছে। আগামী এক দশকের মধ্যেই জলের উচ্চতা এক মিটারের কাছাকাছি পৌঁছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।

উপকূলবর্তী শহরগুলির ভূপৃষ্ঠ থেকে 2 মিটার উচ্চতা হয়। জোয়ারের সময় জলের উচ্চতা 3 মিটারের কাছাকাছি থাকে। কুড়ি থেকে ত্রিশ বছরের মধ্যে 100 কিলোমিটার পর্যন্ত ভূমি ভাগ দুর্বল হয়ে পড়বে।

ভারতের জনসংখ্যার প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ মানুষ যারা কৃষিকাজের সঙ্গে জড়িত তাদের জীবন এবং জীবিকার উপর প্রভাব পড়বে।