সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আধার-মোবাইল লিংকের ক্ষে’ত্রে সব রাজ্যকে হা’রি’য়ে দি’লো পশ্চিমবঙ্গ

কেন্দ্রীয় সরকারের একাধিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, আধার-মোবাইল সংযুক্তিকরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান শীর্ষে, কিন্তু বিজেপি-শাসিত রাজ্যগুলি যেমন উত্তরপ্রদেশ, গুজরাত, অসম, কর্ণাটক, উত্তরাখণ্ড সেই তুলনায় অনেকটাই পিছিয়ে।

জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার ২০২১-২২ আর্থিক বছরে রাজ্যজুড়ে আধার-মোবাইল লিঙ্কের ক্ষেত্রে ১.০৬ কোটিরও বেশি মানুষকে সংযোগ প্রদান করেছে।

এ প্রসঙ্গে রাজ্য সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী ইত্যাদির মতো বেশ কয়েকটি সামাজিক সুরক্ষা প্রকল্প গ্রহণ করেছে, যেখানে মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ৷

তার জন্যই বাংলায় এত বেশি সংখ্যক আধার-মোবাইল সংযোগ হয়েছে।” অন্যদিকে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আধার-মোবাইল লিঙ্ক করিয়েছেন ৪৯ লক্ষের মতো লোক, কর্ণাটকে সেই সংখ্যা মাত্র ১৮ লক্ষ।

আরো পড়ুন: নিজের না’মে ডাক টিকিট, ৩৬ বছরের কেরিয়ারে সে’রা প্রাপ্তি বলে আ’বে’গে ভাসলেন ইন্দ্রানী হালদার

গুজরাত মাত্র ৬ লক্ষ সংযোগের সঙ্গে বিজেপি শাসিত রাজ্য পিছিয়ে পড়েছে, যেখানে অসম এবং উত্তরাখন্ড যথাক্রমে ৩১,২১১ এবং ৬৬,৩২০টি সংযোগের জন্য দায়ী।

যদিও ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে ২৬.৫ কোটি টাকা রাজস্বের লক্ষ্য দেওয়া হয়েছিল, সার্কলটি ৫৫ কোটি টাকা আয় করে দ্বিগুণ রাজস্ব অর্জন করেছে।

পশ্চিমবঙ্গ, গত বছর, রাজ্য জুড়ে ২,৫০০টি দুয়ারে সরকার শিবির থেকে পুরো বিষয়টি সম্পন্ন করেছে। বর্তমান আর্থিক বছরে, রাজ্য শিশুদের আধার তালিকাভুক্তির প্রক্রিয়া দ্রুত-ট্র্যাক করতে ৭,০০০টি শিবির নিয়ে আসার পরিকল্পনা করেছে।

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক একটি প্রতিযোগিতা চালু করেছিল যেখানে এই কাজের সঙ্গে সেরা পারফরম্যান্স ব্যক্তিদের উদ্দিপ্ত করার জন্য স্কুটার প্রদান করা হয়েছিল। ২২৬টি স্কুটার পুরস্কৃত করা হয়েছিল, যার মধ্যে ১৮৯টি পশ্চিমবঙ্গ সার্কেলের কর্মীরা পেয়েছিল।