সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৬০-র দশকে অসম রাইফেলসের শিবির হ’টি’য়ে অরুনাচলে গ’ড়ে উঠেছে চীনা গ্রাম, রি’পো’র্ট ঘি’রে চাঞ্চল্য

ধীরে ধীরে সীমান্তবর্তী অঞ্চলে আগ্রাসন বাড়িয়ে চলছে চীন। আসাম রাইফেলসের শিবির দখল করে নিচ্ছে চীনের সীমান্তবর্তী গ্রামগুলি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার প্রায় সাড়ে 4 কিলোমিটার ভেতর পর্যন্ত অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার এই জায়গাটি এখন চীনের দখলে চলে গিয়েছে।

সীমান্তবর্তী অঞ্চলের তাসরি চু নদীর তীরবর্তী অঞ্চলে ওই গ্রামে প্রায় 100টিরও বেশি ঘর তৈরি করেছে চীন। ওই এলাকায় আসলে একসময় অসম রাইফেলসের শিবির ছিল। তবে ধীরে ধীরে চীনা আগ্রাসন নীতির কবলে চলে যাচ্ছে এলাকাটি। সম্প্রতি একটি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে এই ছবি।

গত বছর পয়লা নভেম্বর উপগ্রহ চিত্রে যে দৃশ্য ধরা পড়েছে তাকে দেখা যাচ্ছে ভারত সীমান্তবর্তী এলাকার অরুণাচল প্রদেশ সংলগ্ন এলাকাতে চীন নতুনগ্রাম তৈরি করেছে। প্রসঙ্গত উল্লেখ্য ষাটের দশকে আসাম রাইফেলসকে হঠিয়ে নদীর তীরবর্তী এলাকা দখল করে নিয়েছিল চীন।

যদিও পরে অবশ্য তারা সরে গিয়েছিল। বিগত পাঁচ দশক ধরে চীনের লাল সেনারা আবার ওই জায়গা দখল নিয়েছে। ওরা চলে বিজেপি সাংসদ অভিযোগ জানিয়েছেন ওই এলাকাতে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে চীন‌। এপ্রিল মাসে আমেরিকার কংগ্রেসে জমা দেওয়া একটি বার্ষিক রিপোর্টেও তুলে ধরা হয়েছে এই তথ্য।