সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লঙ্কার গুঁ’ড়ো ছি’টি’য়ে ছি’ন”তাই, মালদায় ধ’রা প’র’লো “চিলি গ্যাং”

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে অভিনব কায়দায় ছিনতাই ও লুটপাট চালিয়ে আসছিল চিলি গ্যাং । কিন্তু পুলিশি অভিযানে ওই দলের জড়িত দুষ্কৃতীদের শেষ রক্ষা হলো না। চিলি গ্যাংয়ের পাঁচ দুষ্কৃতীকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুরাতন মালদা থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পুরাতন মালদা থানার বাইপাস রোডে অভিযান চালায় পুলিশ।

সেখান থেকেই ধারালো অস্ত্রসহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নাইলনের দড়ি, কয়েক প্যাকেট শুকনো লঙ্কার গুঁড়ো , তিনটি ধারালো হাঁসুয়া, একটি লোহার রড। ধৃতেরা যে কোনো অপরাধমূলক কাজে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতো বলেই চিলি গ্যাং নাম রেখেছিল, এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

এমনকি নিজেদের পরিচয় গোপন রাখার জন্যই ওই দুষ্কৃতীরা তাদের দলের নাম দিয়েছিল চিলি গ্যাং । কিন্তু ওই গ্যাংয়ের লঙ্কার গুঁড়ো ছিটিয়ে লুটপাট চালানোর পরিকল্পনা অবশেষে ভেস্তে দিয়েছে পুলিশ । আজ ধৃতদের মালদা আদালতে পাঠানো হবে। পাশাপাশি এই গ্যাংয়ের সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ।