সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখনো পর্যন্ত ৩ টি বি’য়ে, কেন এতবার বি’য়ে করেছেন শ্রাবন্তী? চ’ম’কে দেওয়ার ম’তো উত্তর অভিনেত্রীর

বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর অভিনয় দক্ষতা সম্পর্কে আমরা সকলেই জানি। ১৯৯৭ সালে প্রসেনজিৎ ও ঋতুপর্ণার ‘মায়ার বাঁধন’ ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করে শিশু শিল্পী হিসেবে টলিউডে পা রেখেছিলেন শ্রাবন্তী। নায়িকা হিসেবে ২০০৩ সালে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি গড়ে তোলেন।

জিতের ‘চ্যাম্পিয়ন’ ছবিতে প্রথমবার নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পান তিনি। এই ছবির পর তিনি ‘ ভালোবাসা ভালোবাসা ‘ ছবিটি করেন। আর তার পর তাঁকে আর ঘুরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট ছবি তিনি করে গেছেন। যত দিন গেছে তার অভিনয়ের প্রতি দখল বেড়েছে। কিন্তু তাঁর ব্যাক্তিগত জীবনে অনেক ওঠা পড়া এসেছে।

সেখানে সে বার বার হেরেছে, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে। যত দূর জানা যায় মাত্র ১৬ বছর বয়সে শ্রাবন্তী বিয়ে করে নেন পরিচালক রাজীব বিশ্বাসকে। এক বছর পরেই তাদের কোল আলো করে আসে তাদের ছেলে ঝিনুক। কিন্তু এই সম্পর্ক বেশীদুর এগোয়নি। এর পরেই তাদের ডিভোর্স হয়ে যায়।

আরো খবর: গল্পের কা’হি’নী বা’স্ত’বে! কেরালার সেই স্কুলছুট বিড়ি শ্রমিকই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারক

এরপর থেকে মডেল কৃষ্ণ ব্রজ, রোশন সিংদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে এই এই সম্পর্ক গুলোর মেয়াদ হয়েছিল মাত্র এক বছর। তৃতীয় স্বামী রোশনের সঙ্গে বিচ্ছেদের পর অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন শুরু হয়। এরপর শোনা যায় অভিরুপের সাথেও তার বিচ্ছেদ হয়েছে এভাবে নানা গুঞ্জন উঠতেই থাকে।

অনেকেই তাঁকে প্রশ্ন করে এত বার বিয়ে করেও তাঁর বিয়ের ইচ্ছে হয় কি করে? তিনি তাদের উদ্দেশ্যে একটাই উত্তর রাখেন, প্রতিটা মানুষের ভালো ভাবে থাকার বাঁচার অধিকার আছে। যদি কোনও সম্পর্কে ভাল না থাকা যায় তাহলে তিক্ততা না বাড়িয়ে বরং বেরিয়ে আসাই ভাল।

আর যাকে বিয়ে করতে হবে তার সঙ্গেই আগামী ৬০-৭০ বছর কাটাতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা আছে বলে তিনি মনে করেন না। শ্রাবন্তীর মতে, “আমরা প্রতিদিন ভাল থাকতে চাই, ভাল পরতে চাই।

তাহলে ভাল সম্পর্কের খোঁজ করতে জীবনের বাঁধা কাটিয়ে উঠে নতুন করে সন্ধান করাটা কি খুব অন্যায়ের?” না তার দিক থেকে সে যে ভুল নয় সেটা সে আবারও প্রমাণ করে দিলেন তার উত্তরের মাধ্যমে।