সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জলে ও ডাঙ্গায় উভয়েই অ’বা’ধ বি’চ’র’ণ এই সাপ আকৃতির মাছের, দেখলেই মে’রে ফেলুন! জানুন কারণ

জল ছেড়ে ডাঙায় এসে বাঁচতে পারে এমন মাছের সন্ধান দিয়েছেন যুক্তরাষ্ট্রের সমুদ্র বিজ্ঞানীরা। মাছটিকে ভয়ঙ্কর বলে আখ্যা দেওয়া হয় এবং দেখার সাথে সাথেই যেন তাকে মেরে ফেলা হয় এই বলেও ঘোষণা করা হয়েছে। 2002 সালে এই মাছ ধরা এবং বিক্রি করা বেআইনি বলে ঘোষণা করা হয়।

মেরিল্যান্ড প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছে শ্বাসযন্ত্র এমনভাবে তৈরি হয়েছে যা মানুষের মতন বাতাস থেকে শ্বাস নিতে পারে। তাই জল থেকে যদি ডাঙায় উঠে আসে তাদের জীবন ধারণের পক্ষে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু হঠাৎ করে নতুন কোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে গেলে একটু নিস্তেজ হয়ে পড়ে।

প্রায় 3 ফুট লম্বা মতন এই মাছ 18 পাউন্ড ওজনের। ধারালো দাঁত রয়েছে তার এই কারণে শিকারে কোন অসুবিধা হয় না। জলাশয় এর প্রাণী, ছোট মাছ, ইঁদুর সবই তাদের খাদ্য তালিকার মধ্যে রয়েছে। আর এই কারনেই জলাশয় এর অন্যান্য প্রাণীদের কাছে কিন্তু এই মাছটি ভীষণ বিপদজনক হতে পারে।