সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফেব্রুয়ারিতেই গরম রে’ক’র্ড ভে’ঙেছে, তাপমাত্রা বা’ড়া’য় গম ও অন্যান্য চাষের ক্ষ’তি’র আ’শ’ঙ্কা!

সতর্কবার্তা জারি করল মৌসম ভবন। বসন্তে গরমের অনুভূতি এবং এই গরমের অনুভূতি ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে গিয়েছেন। তাই একে আবহাওয়ার খামখেয়ালীই বলে থাকে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী পাঁচ দিনে তাপমাত্রা স্বাভাবিক থেকে প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকবে।

ফেব্রুয়ারি মাসে গরমের অনুভূতি যে সময়টা বসন্ত জাগ্রত দ্বারে হওয়া উচিত সেখানে এহেন গরমের অনুভূতি। এ যেন এক উলট পূরণ। দিনে দিনে আবহাওয়ার খামখেয়ালিপোনায় মানুষ অতিষ্ঠ। এমনকি মধ্য পশ্চিম,ও উত্তর-পশ্চিম ভারতের ফসল চাষেরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

মার্চের প্রথম সপ্তাহ থেকেই রেকর্ড তাপমাত্রা হওয়ার কথাও জানিয়ে দিলেন এদিন আবহাওয়া অফিস। তার কারণ হিসেবেও জানানো হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা অভাবেই উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা বাড়ছে। উত্তর-পশ্চিম ভারতে মার্চের প্রথম সপ্তাহতে তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আরো খবর: আর কতদিন অ‌্যাডিনো ভা’ই’রা’সে’র দা’প’ট থাকবে? বিশেষজ্ঞরা কি বলছেন?

এমনকি কচ্ছ কঙ্কণ উপত্যকাতেও তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। মূলত এই অঞ্চলের বাসিন্দাদের বিশেষ সতর্ক করা হয়েছে। আবহাওয়া অফিসের অধিকারী কুলদীপ শ্রীবাস জানান দিল্লি এবং উত্তর-পশ্চিম ভারতের এই পশ্চিমী ঝঞ্ঝার অভাবেই তাপমাত্রা বাড়ার কারণ।

২৯ শে জানুয়ারির পর থেকে তেমন কোনো পশ্চিমে ঝঞ্ঝা না থাকাতেই তাপমাত্রা বৃদ্ধি, তার ফলে গম চাষের এবং ফলেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

কৃষকদের ইতিমধ্যেই মাটির আর্দ্রতা রক্ষা এবং ফলকে বাঁচানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ারও কথা বলা হয়েছে। চলতি বছরে রেকর্ড তাপমাত্রা বাড়ার আশঙ্কা।