সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রয়াত হলেন বাপ্পি লাহিড়ী, সংগীত জগতে ফের নক্ষত্রপতন

প্রতিবছর এমন কিছু মৃত্যুসংবাদ দিয়ে আমাদের বছরটি শুরু হয় যে সারা বছর আমাদের মন অজানা এক আতঙ্কে কুণ্ঠিত হয়ে থাকে। পরপর তিনজন। এ চলে যাওয়ার যেন কিছুতেই মেনে নেওয়া যায় না। গতকাল সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর শোক সামলাতে সামলাতেই আজ আরও একবার বড়োসড়ো মৃত্যুর শোক সামলে উঠতে হচ্ছে আমাদের। চলে গেলেন বাপি লাহিড়ী। বাংলার গর্ব, সংগীতজগতের এক চ্যাপ্টার যেন শেষ হয়ে গেল।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। এই বিশাল ক্ষতি যেন অপূরণীয়। প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী মৃত্যুতে ভেঙে পড়েছেন শিল্পীমহল। কুমার শানু থেকে শুরু করে উষা উত্থুপ, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সকলেই। গত এপ্রিল মাসে মহামারী আক্রান্ত হয়েছিলেন এই সংগীতশিল্পী, সাথে একাধিক রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। শেষ জীবনে চলাফেরার ক্ষেত্র কিছু অসুবিধা লক্ষ্য করা যায়। জহুর বাড়িতে গৃহবন্দী হয়েছিলেন তিনি।

সম্প্রতি তাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতাল। ওই হাসপাতালের ডাক্তার দীপক নামযশি বলেছিলেন, গত মাস থেকে সংগীতশিল্পী হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার শারীরিক উন্নতি ঘটায় তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার আরো একবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। একাধিক অসুস্থতা ছিল সংগীতশিল্পীর শরীরে। অবস্ট্রাক্টিভ স্লিপ এপনিয়ার কারণে মৃত্যু হয়েছে বাপি লাহিড়ী।

আরো পড়ুন: পথ দু’র্ঘ’ট’না’য় নিহত লালকেল্লায় হিং’সা প্রদর্শন ক’রা পাঞ্জাবি অভিনেতা দীপ সিধু

প্রয়াত সংগীতশিল্পীর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, আজকের দিনটি আমাদের কাছে খুবই দুঃখের। বাপি লাহিড়ীর পুত্র বাপ্পা লাহিড়ী এই মুহূর্তে আছেন লস এঞ্জেলেসে। আগামীকাল সকালে তিনি ফিরে এলে অন্তষ্টি ক্রিয়া সম্পন্ন হবে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।

প্রসঙ্গত, একাধিক নামিদামি শিল্পীর সঙ্গে কাজ করেছেন বাপি লাহিড়ী। ডিস্কো ড্যান্সার যেন তার হাত ধরেই সকলের ঘরে ঘরে পৌঁছে যায়। ভারতীয় সিনেমায় ডিস্কো মিউজিক নিয়ে আসেন বাপি লাহিড়ী। একাধিক সিনেমায় তিনি মিউজিক ডিরেকশন দিয়েছিলেন।

আরো পড়ুন: চিপসের খালি প্যা’কে’ট ফা’টি’য়ে শাড়ি, তরুণীর অ’দ্ভু’ত ভিডিও নজর কা’ড়’লো সকলের

জনপ্রিয় সংগীতশিল্পী অপরেশ লাহিড়ী এবং বাসুরী লাহিড়ী সুযোগ্য সন্তান ছিলেন বাপি লাহিড়ী। ১৯৫২ সালে ২৭ নভেম্বর জলপাইগুড়ি তে জন্মগ্রহণ করেছিলেন এই সঙ্গীত শিল্পী। ছোটবেলা থেকেই ভারতীয় শাস্ত্রীয় সংগীত শুনে বড় হয়েছিলেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলায় হাতেখড়ি হয়েছিল তার। প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী চলে যাওয়া যেন এক প্রকার একটি যুগের অবসান।