সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাক সেনাকে ফে’র নিশানা ইমরানের, বললেন পরমাণু অ’স্ত্র নি’রা’প’দ হা’তে নেই

পাকিস্তানে ইমরান খানকে সরিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। গদিচ্যূত হয়ে এখন নতুন সরকারের সমালোচনায় ব্যস্ত ইমরান। গতকালই নয়া সরকারের হাতে পরমাণু অস্ত্রের মালিকানা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন ইমরান।

ইমরান বলেন, এই ডাকাতরা। যাদের টাকা বিদেশে থাকে, তাদের হাতে কি নিউক্লিয়ার প্রোগ্রাম নিরাপদ?। পাকিস্তান সেনার তরফে প্রাক্তন প্রধানমন্ত্রীর এই দাবি উড়িয়ে দেওয়া হল।

ডিজি-আইএসপিআইআর জেনারেল ইফতিকার আজ বললেন, আমাদের ন্নিউক্লিয়ার প্রোগ্রাম এমন কোনও ঝুঁকির মুখে নেই এবং এই বিষয়টাকে রাজনৈতিক আলোচনার মধ্যে আনা উচিত নয়।

আরো পড়ুন: মন ভা’লো ক’রা সিদ্ধান্ত, রাজ্যসভার পু’রো বেতন কৃষকদের কন্যাদের শিক্ষায় ব্য’য় করবেন হরভজন সিং

আমাদের প্রোগ্রাম এমন জায়গায় দাঁড়িয়ে যে আন্তর্জাতিক মানের নিরিখে আমাদের কম্যান্ড এবং কন্ট্রোল মেকানিজম অন্যতম সেরা। ইমরান গতকাল পেশোয়ারে র‍্যালি করেছিলেন।

সেখানেই নতুন সরকারের প্রতি আক্রমণ শানালেন তিনি। সেখানেই তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের মধ্যেই তাঁর মস্কো যাওয়ার জন্যই আমেরিকা জোর করে তাকে গদিচ্যূত করেছে। তাতেই নাকি পাকিস্তানকে ক্ষমা করবে আমেরিকা।